বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আকাশ সিরিজ নির্মলেন্দু শুণ

 আকাশ সিরিজ

নির্মলেন্দু শুণ

শুধু একবার তোমাকে ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন

শুধু একবার তোমাকে ছোঁব,
অহংকারের মুছে যাবে সকল দীনতা।

শুধু একবার তোমাকে ছোঁব,
স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা।

শুধু একবার তোমাকে ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।

শুধু একবার তোমাকে ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।

শুধু একবার তোমাকে ছোঁব,
তারপর হবো ইতিহাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যুক্ত বর্ণের তালিকা বাংলা যুক্ত বর্ণ টাইপিং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্ত বর্ণের তালিকা pdf download যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন হাজার যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ণ্ট যুক্তবর্ণ দিয়ে শব্দ ম্ব দিয়ে শব্দ গঠন

  বাংলা যুক্ত বর্ণ ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০...