মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

‘যে জলে আগুন জ্বলে’ হেলাল হাফিজের কবিতা

‘যে জলে আগুন জ্বলে’
হেলাল হাফিজ




 যার যেখানে জায়গা
ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ
ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ।
গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময়
আলামত দেখতাছি মানুষের অইবোই জয়।


কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই
আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই,
নগরের ধাপ্‌পাবাজ মানুষেরে কইও রেডি অইতে
বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’

টিকেট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়ে যখন যা খুশি যারা কন
কোনো দিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন
কী কী চায়, কতোখানি চায়
কয়দিন খায় আর কয়বেলা না খায়া কাটায়।

রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা চুত্‌মারানি গাইল দিতে জানি।





নিষিদ্ধ সম্পাদকীয়

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।

সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।

যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।




ভূমিহীন কৃষকের গান

দুই ইঞ্চি জায়গা হবে?
বহুদিন চাষাবাদ করিনা সুখের।

মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত
তবু ওটুকু পাবো না
এমন কী অপরাধ কখন করেছি!

ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই
ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়,
যাবতীয় সার ও সোহাগ দিয়ে
একনিষ্ঠ পরিচর্যা দিয়ে
যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।

একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে,
জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ
অকর্ষিত ওলো জমি
কেঁদে-কেটে কৃষক পাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

  ভিডিওটি ভালো করে দেখুন  DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...