বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

যাত্রাভঙ্গ নির্মলেন্দু গুণ

 যাত্রাভঙ্গ

নির্মলেন্দু গুণ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।

তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।

তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।

নায়ের মাঝে বসবো বটে,
না-এর মাঝে শোবো,
হাত দিয়েতো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।

তুই কেমন করে যাবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর ।। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন pdf, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন

  ভিডিও ভালো করে দেখুন 👇 সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো বিষয়: বাংলা (২৫ নম্বর) ১. সন্ধি বিচ্ছেদ করুন...