বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

যাত্রাভঙ্গ নির্মলেন্দু গুণ

 যাত্রাভঙ্গ

নির্মলেন্দু গুণ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।

তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।

তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।

নায়ের মাঝে বসবো বটে,
না-এর মাঝে শোবো,
হাত দিয়েতো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।

তুই কেমন করে যাবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যুক্ত বর্ণের তালিকা বাংলা যুক্ত বর্ণ টাইপিং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্ত বর্ণের তালিকা pdf download যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন হাজার যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ণ্ট যুক্তবর্ণ দিয়ে শব্দ ম্ব দিয়ে শব্দ গঠন

  বাংলা যুক্ত বর্ণ ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০...