শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন pdf অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান ২০২৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ২০২৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিলেবাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বই pdf অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজ কি

ভিডিও ভালো করে দেখুন 




১. বাংলা (২০ নম্বর)

ক) এক কথায় প্রকাশ করুন (৫x১=৫)

  • অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ

  • যা সহজে লাভ করা যায় না - দুর্লভ

  • একই সময়ে বর্তমান - সমসাময়িক

  • আকাশে চরে যে - খেচর

  • উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন

খ) সন্ধি বিচ্ছেদ করুন (৫x১=৫)

  • বিদ্যালয় - বিদ্যা + আলয়

  • হিমালয় - হিম + আলয়

  • সিংহাসন - সিংহ + আসন

  • স্বাগতম - সু + আগতম

  • ইত্যাদি - ইতি + আদি

গ) বিপরীত শব্দ লিখুন (৫x১=৫)

  • আলো - অন্ধকার

  • উত্থান - পতন

  • আনন্দ - নিরানন্দ/বিষাদ

  • আয় - ব্যয়

  • সুমতি - কুমতি

ঘ) শুদ্ধ করে লিখুন (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • দূষণ - দূষণ (এটিই শুদ্ধ)

  • স্বরস্বতী - সরস্বতী

  • সুষ্ঠ - সুষ্ঠু

  • পিপীলিকা - পিপীলিকা (এটিই শুদ্ধ)

  • অধ্যায়ন - অধ্যয়ন

  • মূমূর্ষ - মুমূর্ষু


২. ইংরেজি (১৫ নম্বর)

ক) Fill in the blanks with appropriate prepositions (৫x১=৫)

  • He is good at English.

  • The book is on the table.

  • He died of cholera.

  • Divide the mangoes between the two brothers.

  • She is suffering from fever.

খ) Translate into English (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • সে একজন ছাত্র। - He is a student.

  • তুমি কি ঢাকা যাবে? - Will you go to Dhaka?

  • সূর্য পূর্ব দিকে ওঠে। - The sun rises in the east.

  • বাংলাদেশ একটি সুন্দর দেশ। - Bangladesh is a beautiful country.

  • গতকাল বৃষ্টি হয়েছিল। - It rained yesterday.

  • আমি ভাত খাই। - I eat rice.

গ) Make sentences with the following idioms/phrases (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • At home: He is at home in Mathematics. (কোনো বিষয়ে দক্ষ)

  • By hook or by crook: He wants to achieve success by hook or by crook. (যেকোনো উপায়ে, ভালো বা মন্দ)

  • Black sheep: Every family has a black sheep. (কুলাঙ্গার)

  • A red letter day: Our independence day is a red letter day in our history. (স্মরণীয় দিন)

  • In a nutshell: In a nutshell, he explained the whole project. (সংক্ষেপে)

  • Kith and kin: He invited all his kith and kin to the wedding. (আত্মীয়-স্বজন)


৩. গণিত (১৫ নম্বর)

ক) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৭২ বর্গমিটার হলে, পরিসীমা কত? (৫)

সমাধান: ধরি, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার। তাহলে, দৈর্ঘ্য = 2x মিটার।

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

সুতরাং, প্রস্থ = ৬ মিটার। দৈর্ঘ্য = মিটার।

পরিসীমা = পরিসীমা = পরিসীমা = পরিসীমা = ৩৬ মিটার

খ) ১০, ১৫, ২০, ২৫, ৩০, ... ধারার ১০ম পদ কত? (৫)

সমাধান: এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ (a) = ১০ সাধারণ অন্তর (d) = ১৫ - ১০ = ৫

আমরা জানি, সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র: এখানে,

১০ম পদ = = = = ৫৫

গ) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, তাদের প্রত্যেকের বয়স কত? (৫)

সমাধান: ধরি, পুত্রের বয়স = x বছর। তাহলে, পিতার বয়স = x বছর।

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ৭০ বছর। (প্রায়)

দ্রষ্টব্য: সাধারণত এই ধরনের গাণিতিক সমস্যায় পূর্ণ সংখ্যায় উত্তর আশা করা হয়। সম্ভবত প্রশ্নে কোনো ভুল আছে অথবা দশমিকের কাছাকাছি উত্তর প্রত্যাশিত। তবে, যদি পূর্ণ সংখ্যা উত্তর হয় এবং সমস্যাটি সহজ করার জন্য মান পরিবর্তন করা হয়, যেমন সমষ্টি ৬৯ বা ৭১, তাহলে সরাসরি পূর্ণসংখ্যা পাওয়া যাবে। যেহেতু প্রশ্নে ৭০ আছে, উত্তর দশমিকে আসবে।

যদি ধরে নেওয়া হয়, সমষ্টি এমন কিছু যার দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা হয়, যেমন: যদি সমষ্টি ৬৯ বছর হয়: পুত্রের বয়স = ২৩ বছর। পিতার বয়স = বছর। সমষ্টি = বছর।

যদি প্রশ্নটি এমন হতো যে সমষ্টি ৬৬ বছর: পুত্রের বয়স = ২২ বছর। পিতার বয়স = বছর। সমষ্টি = বছর।

তবে, প্রশ্নে যেহেতু ৭০ আছে, যদি পূর্ণসংখ্যায় উত্তর প্রত্যাশিত না হয়: পুত্রের বয়স = ৭০ বছর বছর। পিতার বয়স = বছর বছর।

যদি পূর্ণসংখ্যায় উত্তর বাধ্যতামূলক হয়, তাহলে প্রশ্নের ৭২ বছর ধরা যেতে পারে (যেমন একটি সাধারণ গণিত প্রশ্নে প্রায়শই ত্রুটি থাকে): পুত্রের বয়স = ২৪ বছর। পিতার বয়স = $২ \times ২৪ = ৪৮ বছর

(পরীক্ষায় এরকম হলে প্রাপ্ত প্রশ্ন অনুযায়ী দশমিকেই উত্তর দিতে হবে, যদি না বিকল্প উত্তরে পূর্ণসংখ্যা থাকে এবং বোঝায় যে প্রশ্নে সামান্য ভুল ছিল।)


৪. সাধারণ জ্ঞান (১৫ নম্বর)

ক) বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? (১) উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়? (১) উত্তর: ১০ এপ্রিল ১৯৭১। (শপথ গ্রহণ: ১৭ এপ্রিল ১৯৭১)

গ) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? (১) উত্তর: মেঘনা।

ঘ) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (১) উত্তর: লুই আই কান (Louis I. Kahn)।

ঙ) SDG এর পূর্ণরূপ কী? (১) উত্তর: Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)।

চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাসের নাম লিখুন। (১) উত্তর: 'হাঙর নদী গ্রেনেড' (সেলিনা হোসেন) অথবা 'আমার বন্ধু রাশেদ' (মুহম্মদ জাফর ইকবাল)।

ছ) বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? (১) উত্তর: রাঙ্গামাটি।

জ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? (১) উত্তর: স্যার এ. এফ. রহমান (আহমদ ফজলুর রহমান)।

ঝ) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? (২) উত্তর: বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। ১. জাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ৩. গণতন্ত্র ৪. ধর্মনিরপেক্ষতা

ঞ) বাংলা নববর্ষের পহেলা বৈশাখ কে চালু করেন? (১) উত্তর: সম্রাট আকবর।

ট) বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? (১) উত্তর: ড. শিরীন শারমিন চৌধুরী।

ঠ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? (১) উত্তর: ৬.১৫ কিলোমিটার।

ড) বর্তমান বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? (১) উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢ) বাংলাদেশের বর্তমানে কতটি বিভাগ রয়েছে? (১) উত্তর: ৮টি।


৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)

ক) RAM এবং ROM এর পূর্ণরূপ লিখুন। (২)

  • RAM: Random Access Memory

  • ROM: Read Only Memory

খ) ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের দুটি করে উদাহরণ দিন। (২)

  • ইনপুট ডিভাইস: কীবোর্ড, মাউস

  • আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার

গ) কম্পিউটার ভাইরাস কী? (১) উত্তর: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, ফাইল নষ্ট করে, তথ্য চুরি করে বা কম্পিউটারকে ধীরগতি করে দেয়। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।






 

পূর্ণমান: ৭০ সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট

১. বাংলা (২০ নম্বর)

ক) এক কথায় প্রকাশ করুন (৫x১=৫)

  • অক্ষির সম্মুখে -
  • যা সহজে লাভ করা যায় না -
  • একই সময়ে বর্তমান -
  • আকাশে চরে যে -
  • উপকারীর অপকার করে যে -

খ) সন্ধি বিচ্ছেদ করুন (৫x১=৫)

  • বিদ্যালয় -
  • হিমালয় -
  • সিংহাসন -
  • স্বাগতম -
  • ইত্যাদি -

গ) বিপরীত শব্দ লিখুন (৫x১=৫)

  • আলো -
  • উত্থান -
  • আনন্দ -
  • আয় -
  • সুমতি -

ঘ) শুদ্ধ করে লিখুন (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • দূষণ -
  • স্বরস্বতী -
  • সুষ্ঠ -
  • পিপীলিকা -
  • অধ্যায়ন -
  • মূমূর্ষ -

২. ইংরেজি (১৫ নম্বর)

ক) Fill in the blanks with appropriate prepositions (৫x১=৫)

  • He is good ______ English.
  • The book is ______ the table.
  • He died ______ cholera.
  • Divide the mangoes ______ the two brothers.
  • She is suffering ______ fever.

খ) Translate into English (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • সে একজন ছাত্র।
  • তুমি কি ঢাকা যাবে?
  • সূর্য পূর্ব দিকে ওঠে।
  • বাংলাদেশ একটি সুন্দর দেশ।
  • গতকাল বৃষ্টি হয়েছিল।
  • আমি ভাত খাই।

গ) Make sentences with the following idioms/phrases (যেকোনো ৫টি) (৫x১=৫)

  • At home -
  • By hook or by crook -
  • Black sheep -
  • A red letter day -
  • In a nutshell -
  • Kith and kin -

৩. গণিত (১৫ নম্বর)

ক) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৭২ বর্গমিটার হলে, পরিসীমা কত? (৫)

খ) 10, 15, 20, 25, 30, ... ধারার ১০ম পদ কত? (৫)

গ) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, তাদের প্রত্যেকের বয়স কত? (৫)

৪. সাধারণ জ্ঞান (১৫ নম্বর)

ক) বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? (১)

খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়? (১)

গ) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? (১)

ঘ) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (১)

ঙ) SDG এর পূর্ণরূপ কী? (১)

চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাসের নাম লিখুন। (১)

ছ) বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? (১)

জ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? (১)

ঝ) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? (২)

ঞ) বাংলা নববর্ষের পহেলা বৈশাখ কে চালু করেন? (১)

ট) বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? (১)

ঠ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? (১)

ড) বর্তমান বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? (১)

ঢ) বাংলাদেশের বর্তমানে কতটি বিভাগ রয়েছে? (১)

৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)

ক) RAM এবং ROM এর পূর্ণরূপ লিখুন। (২)

খ) ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের দুটি করে উদাহরণ দিন। (২)

গ) কম্পিউটার ভাইরাস কী? (১)














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন pdf অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান ২০২৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ২০২৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিলেবাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বই pdf অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজ কি

ভিডিও ভালো করে দেখুন  ১. বাংলা (২০ নম্বর) ক) এক কথায় প্রকাশ করুন (৫x১=৫) অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ যা সহজে লাভ করা যায় না - দুর্লভ একই সম...