বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সন্ধি বিচ্ছেদ pdf সন্ধি বিচ্ছেদ নিয়ম সন্ধি বিচ্ছেদ উদাহরণ গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ ব্যবহার কঠিন সন্ধি বিচ্ছেদ গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ pdf সন্ধি বিচ্ছেদ কাকে বলে

 ★ গুরুত্বপূর্ণ টপিক- #সন্ধি

নবম-দশম শ্রেণির বোর্ড বই ( বাংলা ভাষার ব্যাকরণ) এর সন্ধি অধ্যায়ের প্রতিটি উদাহরণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মের পর যেই উদাহরণগুলো ভেঙে দেয়া হয়নি সেগুলো কয়েকটি পর্বে বিভক্ত করে পোস্ট আকারে দেয়া হবে।
যেহেতু প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ অথবা প্রিসেপটর্স ডাইজেস্টে এই উদাহরণগুলো আছে সেহেতু যারা এই বই দুটি পড়ছেন তাদের জন্যও সমভাবে এই পোস্টটি সহায়ক হবে।
#পর্বঃ_০১_(বাংলা ও তৎসম শব্দের সন্ধি)
[ নবম - দশম শ্রেণির বোর্ড বই ( পৃঃ ৩৪)]
★ বাংলা শব্দের সন্ধি (স্বর সন্ধি)
নিয়ম-১
ক) কতেক = কত + এক
খ) রূপালি = রূপা + আলি [ মনে রাখবেনঃ 'আলি' বানানে সবসময় ই-কার হবে।]
গ) হিংসুক = হিংসা + উক
নিন্দুক = নিন্দা + উক
ঘ) গুটিক = গুটি + এক
ধনিক =?
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে প্রত্যয় সাধিত শব্দ হিসাবে " ধন + ইক " লিখা আছে।
★ বাংলা শব্দের সন্ধি (ব্যঞ্জন সন্ধি)
এখানে সবগুলো উদাহরণ ভেঙে দেয়া আছে।
#পৃঃ- ৩৫
★ তৎসম শব্দের সন্ধি (স্বর সন্ধি)
#নিয়ম-১ঃ
অ + অ = অা
হিমাচল = হিম + অচল
প্রাণাধিক = প্রাণ + অধিক
হস্তান্তর = হস্ত + অন্তর
হিতাহিত = হিত + অহিত
অ + অা = আ
দেবালয় = দেব + আলয়
রত্নাকর = রত্ন + আকর
সিংহাসন = সিংহ + আসন
আ + অ = আ
আশাতীত = আশা + অতীত
কথামৃত = কথা + অমৃত
মহার্ঘ = মহা + অর্ঘ
আ + আ = আ
কারাগার = কারা + আগার
মহাশয় = মহা + আশয়
সদানন্দ = সদা + আনন্দ
[ ব্যঞ্জনসন্ধির নিয়মানুযায়ী -
সদানন্দ = সৎ + আনন্দ ]
#পৃঃ- ৩৬
#নিয়ম-২ঃ
পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু
শ্রবণেন্দ্রিয় = শ্রবণ + ইন্দ্রিয়
স্বেচ্ছা = স্ব + ইচ্ছা
নরেশ = নর + ঈশ
রমেশ = রমা + ঈশ
নরেন্দ্র = নর + ইন্দ্র
#নিয়ম-৩ঃ
নীলোৎপল = নীল + উৎপল
চলোর্মি = চল + ঊর্মি
মহোৎসব = মহা + উৎসব
নবোঢ়া = নব + ঊঢ়া
ফলোদয় = ফল + উদয়
যথোপযুক্ত = যথা + উপযুক্ত
হিতোপদেশ = হিত + উপদেশ
পরোপকার = পর + উপকার
প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর
#নিয়ম-৪ঃ
অধমর্ণ = অধম + ঋণ
উত্তমর্ণ = উত্তম + ঋণ
সপ্তর্ষি = সপ্ত + ঋষি
রাজর্ষি = রাজা + ঋষি
#নিয়ম -৫ঃ
ভয়ার্ত = ভয় + ঋত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
#নিয়ম - ৬ঃ
হিতৈষী = হিত + এষী
সর্বৈব = সর্ব + এব
অতুলৈশ্বর্য = অতুল + ঐশ্বর্য
#পৃঃ_৩৭
#নিয়ম-৭ঃ সব উদাহরণ ভাঙা আছে
#নিয়ম-৮ঃ
গিরীন্দ্র = গিরি + ইন্দ্র
ক্ষিতীশ = ক্ষিতি + ঈশ
মহীন্দ্র = মহী + ইন্দ্র
শ্রীশ = শ্রী + ঈশ
পৃথ্বীশ = পৃথ্বী + ঈশ
অতীব = অতি + ইব
প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা
প্রতীত = প্রতি + ইত
রবীন্দ্র = রবি + ইন্দ্র
দিল্লীশ্বর = দিল্লি + ঈশ্বর
#নিয়ম-৯ঃ
প্রত্যহ = প্রতি + অহ
অত্যধিক = অতি + অধিক
গত্যন্তর = গতি + অন্তর
প্রত্যাশা = প্রতি + আশা
প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন
আদ্যন্ত = আদি + অন্ত
যদ্যপি = যদি + অপি
অভ্যূত্থান = অভি + উত্থান
অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য
প্রত্যুপকার = প্রতি + উপকার
#নিয়ম-১০ঃ
#পৃঃ_৩৮
#নিয়ম- ১১
পশ্বধম = পশু + অধম
পশ্বাচার = পশু + আচার
অন্বয় = অনু + অয়
মন্বন্তর = মনু + অন্তর
[ তথ্যগুলো শেয়ার করে রাখুন প্রয়োজনে খোঁজে পাবেন আর পোস্ট কপি করলে দয়াকরে আমাদের গ্রুপ এর নাম মেনশন করবেন।
#পার্ট - ০২ খুব শীঘ্রই পোস্ট করা হবে ]

1 টি মন্তব্য:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

  ভিডিওটি ভালো করে দেখুন  DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...