মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিভিন্ন বিষয়ের জনক | কে কোন বিষয়ের জনক

 ✬ বংশগতির জনক — গ্রেগর মেন্ডেল।

✬ বাংলা গদ্য ছন্দের জনক — রবীন্দ্রনাথ ঠাকুর।

✬ বাংলা উপন্যাসের জনক — বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

✬ বাংলা কবিতার জনক — মাইকেল মধু সূদন দত্ত।

✬ বাংলা গদ্যের জনক — ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর।

✬ বাংলা নাটকের জনক — দীন বন্ধু মিত্র।

✬ বাংলা গজলের জনক — কাজী নজরুল ইসলাম।

✬ বাংলা সনেটের জনক — মাইকেল মধু সুদন দত্ত।

✬ বাংলা মুক্তক ছন্দের জনক — কাজী নজরুল ইসলাম।

✬ বাংলা চলচিত্রের জনক — হীরালাল সেন।

✬ বিজ্ঞানের জনক — থেলিস।

✬ বিবর্তনবাদ তত্ত্বের জনক — চার্লস ডারউইন।

✬ বীজগণিতের জনক — আল-খাওয়ারিজমি।

✬ ভূগোলের জনক — ইরাতেস্থিনিস।

✬ পদার্থ বিজ্ঞানের জনক — আইজ্যাক নিউটন।

✬ মনোবিজ্ঞানের জনক — উইলহেম উন্ড।

✬ রাষ্ট্রবিজ্ঞানের জনক — এরিস্টটল।

✬ রসায়নের জনক — জাবির ইবনে হাইয়ান।

✬ শারীরবিদ্যার জনক — উইলিয়াম হার্ভে।

✬ হিসাব বিজ্ঞানের জনক — লুকাপ্যাসিওলি।

✬ শ্রেণীকরণ বিদ্যার জনক — ক্যারোলাস লিনিয়াস।

✬ সনেটের জনক — পের্ত্রাক।

✬ সামাজিক বিবর্তনবাদের জনক — হার্বাট স্পেন্সর।

✬ সমাজবিজ্ঞানের জনক — অগাষ্ট কোঁৎ।

✬ ফেসবুক এর জনক — মার্ক জুকারবার্গ।

✬ চিকিৎসা বিজ্ঞানের জনক — ইবনে সিনা।

✬ হোমিওপ্যাথির জনক — হ্যানিম্যান।

✬ মেডিসিনের জনক — হিপোক্রটিস।

✬ কম্পিউটার মাউসের জনক — ডগলাস এঙ্গেলবার্ট।

✬ মোবাইল ফোনের জনক — মার্টিন কুপার।

✬ গুগলের জনক — সার্জেই বিন।

✬ ফেসবুকের জনক — মার্ক জুকারবার্গ।

✬ টুইটারের জনক — জ্যাক ডোরসেই।

✬ ই-বুকের জনক — মাইকেল এস হার্ট।


রো পড়তে click here




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জীবনানন্দ দাশের কষ্টের কবিতা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম জীবনানন্দ দাশের কবিতার লাইন জীবনানন্দ দাশের রোমান্টিক কবিতা pdf জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন

  সময়ের কাছে সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ’লে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে আজকের প...