রবিবার, ১৩ জুলাই, ২০২৫

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মডেল প্রশ্নের সমাধান ।


অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মডেল প্রশ্নের সমাধান



. বাংলা

. নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন:

. তিনি সপরিবারে বেড়াতে গেলেন।

. বৃক্ষটি নির্মূল করা হলো।

. শুধুমাত্র একটি কলম দিন। (অথবা শুধু একটি কলম দিন/একটি কলম মাত্র দিন)

. সে নির্দোষ।

. আমি ভাত খাইনি। (এখানে 'খাইনি' সঠিক, 'খাই নাই' ভুল)

                           

. এক কথায় প্রকাশ করুন:

. যা সহজে লাভ করা যায় - সুলভ

. যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব

. উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন

. ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি

. ঈষৎ রক্তবর্ণ - আরণি

 

. বাগধারাগুলোর অর্থ লিখুন এবং বাক্য রচনা করুন:

. ভিজে বিড়াল - (কপটাচারী/ভণ্ড)

* বাক্য রচনা: সে একজন ভিজে বিড়াল, তাকে বিশ্বাস করা উচিত নয়।

. ইঁদুর কপালে - (মন্দভাগ্য/হতভাগ্য)

* বাক্য রচনা: বেচারা ইঁদুর কপালে, লটারিতেও তার ভাগ্য খুলল না।

. শিরে সংক্রান্তি - (আসন্ন বিপদ/সর্বনাশ)

* বাক্য রচনা: পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ, এখন আমার শিরে সংক্রান্তি।

. হাড়ে হাড়ে - (খুব বেশি/পুরোপুরি)

* বাক্য রচনা: লোকটির চালাকি হাড়ে হাড়ে টের পেলাম।

. অগ্নিশর্মা - (ক্রোধে উত্তেজিত)

* বাক্য রচনা: আমার কথা শুনে বাবা অগ্নিশর্মা হয়ে উঠলেন।

 

ভিডিও ভালো করে দেখুন


. ইংরেজি

a. Fill in the blanks with appropriate prepositions:

i. He is good at English.

ii. The book is lying on the table.

iii. I prefer tea to coffee.

iv. He died of cancer.

v. Divide the mangoes between the two brothers.

 

b. Change the voice:

i. A letter is being written by him.

ii. By whom was the glass broken?

iii. He is known to me.

iv. He wrote the book.

v. Let it be done immediately.

 

c. Translate into English:

i. Honest people are happy.

ii. He works hard so that he can prosper in life.

iii. Bangladesh is an agricultural country.

iv. The sun rises in the east.

v. I do not know how to swim.

 

ভিডিও ভালো করে দেখুন


. গণিত

. সমাধান:

উত্তর: ১১০ টাকা

 

. সমাধান:

উত্তর: ±3

 

. সমাধান:

বাগানের দৈর্ঘ্য = ২০ মিটার

বাগানের প্রস্থ = ১৫ মিটার

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

ক্ষেত্রফল = ২০ মিটার × ১৫ মিটার = ৩০০ বর্গমিটার

উত্তর: ৩০০ বর্গমিটার

 

. সাধারণ জ্ঞান কম্পিউটার

. সাধারণ জ্ঞান:

. বাংলাদেশের জাতীয় প্রতীক কী? - শাপলা ফুল (পানিতে ভাসমান শাপলা, দুপাশে ধানের শীষ, ওপরে পাটগাছের তিনটি পাতা এবং পাতার দুই পাশে দুটি করে মোট চারটি তারকা)

. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? - মেঘনা নদী

. শহীদ দিবস কবে পালিত হয়? - ২১শে ফেব্রুয়ারি

. বাংলাদেশের সংবিধানের প্রণেতা কে? - . কামাল হোসেন

. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? - .১৫ কিলোমিটার

. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি (আয়তনে)? - রাঙ্গামাটি

. বাংলাদেশের জাতীয় খেলা কী? - কাবাডি/হা-ডু-ডু

 

. কম্পিউটার তথ্যপ্রযুক্তি:

. পূর্ণরূপ লিখুন:

i. CPU - Central Processing Unit

ii. RAM - Random Access Memory

iii. ROM - Read Only Memory

iv. URL - Uniform Resource Locator

v. WWW - World Wide Web

 

. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

i. ইনপুট ডিভাইস কাকে বলে? দুটি উদাহরণ দিন।

যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা নির্দেশ প্রবেশ করানো হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে।

উদাহরণ: কিবোর্ড, মাউস।

ii. আউটপুট ডিভাইস কাকে বলে? দুটি উদাহরণ দিন।

যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে প্রক্রিয়াজাত তথ্য ফলাফল হিসেবে বাইরে আসে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে।

উদাহরণ: মনিটর, প্রিন্টার।

iii. MS Word নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয়? - Ctrl + N

iv. কপি পেস্ট করার জন্য ব্যবহৃত শর্টকাট কীগুলো লিখুন।

কপি: Ctrl + C

পেস্ট: Ctrl + V

v. ইন্টারনেটের জনক কে? - ভিনটন জি. সার্ফ (Vinton G. Cerf)



ভিডিও ভালো করে দেখুন




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

  ভিডিওটি ভালো করে দেখুন  DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...