ভিডিও ভালো করে দেখুন
অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র
বাংলা (১০ নম্বর)
১. এককথায় প্রকাশ করুন (যে কোনো দুটি): ক) যার শত্রু জন্মায়নি - অজাতশত্রু খ) যা সহজে লাভ করা যায় না - দুর্লভ গ) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন
২. বিপরীত শব্দ লিখুন (যে কোনো দুটি): ক) সজল - নির্জল খ) কৃত্রিম - স্বাভাবিক / প্রাকৃতিক গ) আবির্ভাব - তিরোভাব
৩. শুদ্ধ বানান লিখুন (যে কোনো দুটি): ক) স্বত্বাধিকারী - সত্ত্বাধিকারী খ) উচ্ছাস - উচ্ছ্বাস গ) আকাঙ্ক্ষা - আকাঙ্ক্ষা (শুদ্ধ)
৪. বাক্য রচনা করুন (যে কোনো একটি): ক) অরণ্যে রোদন - তোমার এ কথা বলা অরণ্যে রোদনের মতোই ব্যর্থ। খ) হাতেখড়ি - আগামী মাসে আমার ছোট ভাইয়ের হাতেখড়ি হবে।
ইংরেজি (১০ নম্বর)
১. Fill in the blanks with the correct form of the verb (যে কোনো দুটি): ক) He goes to school every day. খ) I am reading a book now. গ) They played football yesterday.
২. Write the opposite gender of the following words (যে কোনো দুটি): ক) Sir - Madam খ) Lion - Lioness গ) King - Queen
৩. Translate into English (যেকোনো একটি): ক) তিনি একজন শিক্ষক। - He is a teacher. খ) আমি ভাত খাই। - I eat rice.
৪. Make a sentence with the following words (যেকোনো একটি): ক) Beautiful - She has a beautiful voice. খ) Important - Education is very important for life.
গণিত (১০ নম্বর)
১. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গ মিটার।
২. একটি কলম ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করলে, শতকরা কত লাভ হয়? উত্তর: লাভ = টাকা। শতকরা লাভ = ।
৩. ৫টি সংখ্যার গড় ২০ হলে, সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর: সংখ্যাগুলোর যোগফল = ।
৪. একটি কাজ ১০ জন লোক ২০ দিনে করতে পারে। ওই কাজ ২৫ জন লোক কত দিনে করতে পারবে? উত্তর: ১০ জন লোক কাজ করে ২০ দিনে। ১ জন লোক কাজ করবে দিনে। ২৫ জন লোক কাজ করবে দিনে।
৫. সরল করুন: উত্তর: ।
সাধারণ জ্ঞান (১০ নম্বর)
১. বাংলাদেশের রাজধানীর নাম কী? উত্তর: ঢাকা।
২. বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? উত্তর: ইলিশ।
৩. ঢাকা জেলা গঠিত হয় কত সালে? উত্তর: ১৭৭২ সালে।
৪. বাংলাদেশের রাষ্ট্রপতি কে? উত্তর: মোঃ সাহাবুদ্দিন।
৫. সুন্দরবন কোন দুটি জেলায় অবস্থিত? উত্তর: খুলনা ও বাগেরহাট।
৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? উত্তর: ৩৫০টি (৩০০টি নির্বাচিত এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন)।
৭. বাংলাদেশের কোন জেলাকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়? উত্তর: নারায়ণগঞ্জ।
৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর: ২১শে ফেব্রুয়ারি।
৯. কম্পিউটারের জনক কে? উত্তর: চার্লস ব্যাবেজ।
১০. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? উত্তর: মেঘনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন