মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র । অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 2025 অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩ pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান

 ভিডিও ভালো করে দেখুন



অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র

বাংলা (১০ নম্বর)

১. এককথায় প্রকাশ করুন (যে কোনো দুটি): ক) যার শত্রু জন্মায়নি - অজাতশত্রু খ) যা সহজে লাভ করা যায় না - দুর্লভ গ) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন

২. বিপরীত শব্দ লিখুন (যে কোনো দুটি): ক) সজল - নির্জল খ) কৃত্রিম - স্বাভাবিক / প্রাকৃতিক গ) আবির্ভাব - তিরোভাব

৩. শুদ্ধ বানান লিখুন (যে কোনো দুটি): ক) স্বত্বাধিকারী - সত্ত্বাধিকারী খ) উচ্ছাস - উচ্ছ্বাস গ) আকাঙ্ক্ষা - আকাঙ্ক্ষা (শুদ্ধ)

৪. বাক্য রচনা করুন (যে কোনো একটি): ক) অরণ্যে রোদন - তোমার এ কথা বলা অরণ্যে রোদনের মতোই ব্যর্থ। খ) হাতেখড়ি - আগামী মাসে আমার ছোট ভাইয়ের হাতেখড়ি হবে।


ইংরেজি (১০ নম্বর)

১. Fill in the blanks with the correct form of the verb (যে কোনো দুটি): ক) He goes to school every day. খ) I am reading a book now. গ) They played football yesterday.

২. Write the opposite gender of the following words (যে কোনো দুটি): ক) Sir - Madam খ) Lion - Lioness গ) King - Queen

৩. Translate into English (যেকোনো একটি): ক) তিনি একজন শিক্ষক। - He is a teacher. খ) আমি ভাত খাই। - I eat rice.

৪. Make a sentence with the following words (যেকোনো একটি): ক) Beautiful - She has a beautiful voice. খ) Important - Education is very important for life.





গণিত (১০ নম্বর)

১. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গ মিটার।

২. একটি কলম ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করলে, শতকরা কত লাভ হয়? উত্তর: লাভ = টাকা। শতকরা লাভ =

৩. ৫টি সংখ্যার গড় ২০ হলে, সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর: সংখ্যাগুলোর যোগফল =

৪. একটি কাজ ১০ জন লোক ২০ দিনে করতে পারে। ওই কাজ ২৫ জন লোক কত দিনে করতে পারবে? উত্তর: ১০ জন লোক কাজ করে ২০ দিনে। ১ জন লোক কাজ করবে দিনে। ২৫ জন লোক কাজ করবে দিনে।

৫. সরল করুন: উত্তর:


সাধারণ জ্ঞান (১০ নম্বর)

১. বাংলাদেশের রাজধানীর নাম কী? উত্তর: ঢাকা।

২. বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? উত্তর: ইলিশ।

৩. ঢাকা জেলা গঠিত হয় কত সালে? উত্তর: ১৭৭২ সালে।

৪. বাংলাদেশের রাষ্ট্রপতি কে? উত্তর: মোঃ সাহাবুদ্দিন।

৫. সুন্দরবন কোন দুটি জেলায় অবস্থিত? উত্তর: খুলনা ও বাগেরহাট।

৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? উত্তর: ৩৫০টি (৩০০টি নির্বাচিত এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন)।

৭. বাংলাদেশের কোন জেলাকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়? উত্তর: নারায়ণগঞ্জ।

৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর: ২১শে ফেব্রুয়ারি।

৯. কম্পিউটারের জনক কে? উত্তর: চার্লস ব্যাবেজ।

১০. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? উত্তর: মেঘনা।
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর ।। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন pdf, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন

  ভিডিও ভালো করে দেখুন 👇 সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো বিষয়: বাংলা (২৫ নম্বর) ১. সন্ধি বিচ্ছেদ করুন...