ভিডিও ভালো করে দেখুন 👇
সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো
বিষয়: বাংলা (২৫ নম্বর)
১. সন্ধি বিচ্ছেদ করুন: ক) অত্যন্ত = অতি + অন্ত খ) মহোৎসব = মহা + উৎসব গ) গবেষণা = গো + এষণা
২. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন: ক) পকেটমার = পকেট মারে যে (উপপদ তৎপুরুষ) খ) শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস) গ) তেমাথা = তিন মাথার সমাহার (দ্বিগু সমাস)
৩. এক কথায় প্রকাশ করুন: ক) যার কোনো উপায় নেই = নিরুপায় খ) যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব গ) যা সহজে লাভ করা যায় = সুলভ
৪. শুদ্ধ বানান লিখুন: ক) মুমূর্ষু খ) ন্যূনতম গ) দুর্নীতি
৫. বিপরীত শব্দ লিখুন: ক) আকর্ষণ = বিকর্ষণ খ) অন্যায় = ন্যায় গ) অমৃত = গরল / বিষ
বিষয়: ইংরেজি (২৫ নম্বর)
৬. Fill in the blanks with appropriate prepositions: a) He is good at mathematics. b) I am waiting for the bus. c) The train arrived exactly on time.
৭. Rewrite the following sentences using the correct form of the verb (Right Form of Verbs): a) If I were a bird, I would fly. b) He speaks as if he knew everything. c) It is high time we changed our bad habits.
৮. Make sentences with the following idioms and phrases: a) At all: I don't like it at all. b) Call a spade a spade: You should always call a spade a spade and tell the truth. c) In black and white: Please give me the contract in black and white.
৯. Change the voice of the following sentences: a) A book is being read by the boy. b) He is known to me.
১০. Translate into English: ক) Honest people are always happy. খ) Time and tide wait for none.
ভিডিও ভালো করে দেখুন 👇
বিষয়: গণিত (২৫ নম্বর)
১১. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১২০ - ১০০ = ২০ টাকা। শতকরা লাভ = (২০/১০০) x ১০০% = ২০%। উত্তর: শতকরা ২০% লাভ হবে।
১২. x + y = 5 (i) x - y = 1 (ii) (i) ও (ii) যোগ করে পাই: 2x = 6 x = 3 (i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই: 3 + y = 5 y = 5 - 3 = 2 উত্তর: x = 3, y = 2
১৩. ১৫ জন শ্রমিক কাজটি করে ২০ দিনে। ১ জন শ্রমিক কাজটি করবে (২০ x ১৫) দিনে = ৩০০ দিনে। ১২ জন শ্রমিক কাজটি করবে (৩০০ / ১২) দিনে = ২৫ দিনে। উত্তর: ১২ জন শ্রমিক ২৫ দিনে কাজটি করতে পারবে।
১৪. আয়তাকার মাঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৮০ x ৫০ বর্গমিটার = ৪০০০ বর্গমিটার উত্তর: মাঠটির ক্ষেত্রফল ৪০০০ বর্গমিটার।
১৫. (a + b)^2 এর সূত্রটি হলো:
বিষয়: সাধারণ জ্ঞান (২৫ নম্বর)
১. সৈয়দ মাইনুল হোসেন ২. মেঘনা ৩. ৫:৩ ৪. বরিশাল ৫. তাজউদ্দীন আহমদ ৬. ৬.১৫ কিলোমিটার ৭. ১৯৭২ সালে ৮. ইলিশ ৯. সুন্দরবন ১০. ২৬শে মার্চ ১১. জাপান ১২. ১৯২১ সালে ১৩. বঙ্গবন্ধু-১ ১৪. ১৫৩টি ১৫. ভোলা
আন্তর্জাতিক বিষয়াবলী
১৬. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭. জেনেভা, সুইজারল্যান্ড ১৮. সুইডেন ১৯. জাপান ২০. রাশিয়া ২১. ২১শে ফেব্রুয়ারি ২২. আফ্রিকা ২৩. এশিয়া ২৪. ব্রাসেলস, বেলজিয়াম ২৫. নীলনদ
অনেক ভাল লাগলো। সাস্থ সহকারী পরীক্ষার জন্য কি বই নিলে ভাল হবে একটু জানাবেন please
উত্তরমুছুন