ডিসি অফিস নিয়োগ পরীক্ষা প্রশ্ন (উত্তর)
বিষয়: বাংলা
১. এক কথায় প্রকাশ করুন: ক. যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ খ. উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ গ. ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক ঘ. যার কোনো শত্রু নেই - অজাতশত্রু ঙ. যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী চ. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন
২. সন্ধি বিচ্ছেদ করুন: ক. বিদ্যালয় - বিদ্যা + আলয় খ. হিমালয় - হিম + আলয় গ. যথেষ্ট - যথা + ইষ্ট ঘ. নবান্ন - নব + অন্ন ঙ. পবিত্র - পো + ইত্র চ. গবেষণা - গো + এষণা
৩. বিপরীত শব্দ লিখুন: ক. আলো - আঁধার/অন্ধকার খ. সচল - অচল গ. অলস - কর্মঠ ঘ. কৃপণ - বদান্য/দানশীল ঙ. উত্থান - পতন চ. শান্ত - অশান্ত
৪. বাক্য রচনা করুন: (উদাহরণ) ক. স্বাবলম্বী - আমাদের সকলের স্বাবলম্বী হওয়া উচিত। খ. নিরলস - নিরলস প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য লাভ করা যায়। গ. আন্তরিক - তার আন্তরিক ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। ঘ. দেশপ্রেম - দেশপ্রেম প্রতিটি নাগরিকের মূলমন্ত্র হওয়া উচিত। ঙ. দুর্নীতি - দুর্নীতি একটি সমাজের অভিশাপ। চ. সততা - সততা মানুষের মহৎ গুণ।
বিষয়: ইংরেজি
১. Fill in the blanks with appropriate prepositions: a. He is good at English. b. The boy is fond of music. c. He prevented me from going. d. I agree to your proposal. e. He is senior to me. f. Distribute the apples between the two boys.
২. Translate into English: a. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। - Bangladesh is an agricultural country. b. সততা সর্বোৎকৃষ্ট পন্থা। - Honesty is the best policy. c. সে গতকাল বিদ্যালয়ে যায়নি। - He did not go to school yesterday. d. সূর্য পূর্ব দিকে উদিত হয়। - The sun rises in the east.
৩. Make sentences with the following phrases/idioms: (উদাহরণ) a. At last - At last, he found his lost wallet. b. Black sheep - Every family has a black sheep. c. By hook or by crook - He decided to get the job by hook or by crook. d. In a nutshell - In a nutshell, the project was a success.
৪. Write the past form of the following verbs: a. Go - Went b. Do - Did c. See - Saw d. Eat - Ate e. Write - Wrote f. Take - Took
বিষয়: গণিত
১. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, ক্ষেত্রফল কত? সমাধান: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)২ = (৫)২ = ২৫ বর্গমিটার। উত্তর: ২৫ বর্গমিটার।
২. একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৭০% পাশ করলো। যদি ৫০ জন ফেল করে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? সমাধান: যদি ৭০% পাশ করে, তবে (১০০ - ৭০)% = ৩০% ফেল করেছে। সুতরাং, ৩০% পরীক্ষার্থী = ৫০ জন। ১% পরীক্ষার্থী = ৩০৫০ জন। ১০০% পরীক্ষার্থী = জন। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, প্রশ্নটি সম্পূর্ণ বাস্তবসম্মত নয়। তবে যদি পরীক্ষার্থীর সংখ্যা পূর্ণ সংখ্যায় থাকে এবং প্রদত্ত তথ্য অনুযায়ী হিসেব করা হয়, তাহলে হয়তো অন্য কোনো উত্তর আসার কথা। এখানে নিকটতম পূর্ণ সংখ্যা ১৬৭ ধরা যেতে পারে, তবে গাণিতিকভাবে এই তথ্য দ্বারা পূর্ণসংখ্যায় উত্তর সম্ভব নয়।
যদি প্রশ্নটি এমন হতো, "যদি ৩০% পরীক্ষার্থী ফেল করে থাকে এবং তাদের সংখ্যা ৫০ জন হয়", তাহলে উত্তর হতো ১৬৬.৬৭, যা পূর্ণ সংখ্যায় প্রায় ১৬৭ জন।
৩. ১০টি কলমের দাম ৫০ টাকা হলে, ৮টি কলমের দাম কত? সমাধান: ১টি কলমের দাম = ১০৫০ = ৫ টাকা। ৮টি কলমের দাম = = ৪০ টাকা। উত্তর: ৪০ টাকা।
৪. বার্ষিক ৫% হার সুদে ৫০০ টাকার ৩ বছরের সুদ কত? সমাধান: সরল সুদের সূত্র, I = PRT, যেখানে I = সুদ, P = মূলধন, R = সুদের হার, T = সময়। I = = = ৭৫ টাকা। উত্তর: ৭৫ টাকা।
৫. সমাধান: ল.সা.গু. = ৮ উত্তর: ৮৭
বিষয়: সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? - রবীন্দ্রনাথ ঠাকুর ২. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? - ২৬শে মার্চ ৩. বাংলাদেশের রাজধানীর নাম কী? - ঢাকা ৪. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? - ৬.১৫ কিলোমিটার ৫. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী? - মোহাম্মদ সাহাবুদ্দিন (জুন ২০২৪ অনুযায়ী) ৬. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? - ৫ই জুন ৭. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? - তাজউদ্দীন আহমদ ৮. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? - রাঙ্গামাটি ৯. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? - ঢাকা (আগারগাঁও) ১০. বাংলাদেশের জাতীয় ফল কী? - কাঁঠাল
আরো দেখুন ভিডিওতে ক্লিক করুন
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন