রবিবার, ২২ জুন, ২০২৫

স্বাস্থ্য সহকারী পদে ভাইভা পরীক্ষার প্রশ্ন || 🔥🔥 সিভিল সার্জন কার্যালয় ভাইভা পরীক্ষার প্রশ্ন 🔥🔥 । স্বাস্থ্য সহকারী পদের ভাইভা প্রস্তুতি স্বাস্থ্য সহকারী ভাইভা প্রশ্ন ও উত্তর সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী ভাইভা স্বাস্থ্য সহকারী ভাইভা প্রস্তুতি স্বাস্থ্য সহকারী ভাইভা প্রশ্ন স্বাস্থ্য সহকারী পরীক্ষার ভাইভা health assistant viva exam

 

আগে ভিডিও টি ভালো 👇👇 করে দেখুন



আগে ভিডিও টি ভালো 👇👇 করে দেখুন




আগে ভিডিও টি ভালো 👇👇 করে দেখুন





আগে ভিডিও টি ভালো 👇👇 করে দেখুন

আগে ভিডিও টি ভালো 👇👇 করে দেখুন



রিনা বেগম:  আসতে পারি স্যার

বোর্ডের চেয়ারম্যানঃ আসুন

রিনা বেগমঃ আসসালামু আলাইকুম, স্যার

বোর্ডের চেয়ারম্যান: ওয়ালাইকুম আসসালাম। বসুন।

রিনা বেগম: ধন্যবাদ স্যার।

বোর্ডের চেয়ারম্যান:  রিনা বেগম, আপনার পুরো নাম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলুন।

রিনা বেগম: জি স্যার, আমার পুরো নাম রিনা বেগম। আমি মাদারীপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক সম্পন্ন করেছি।

সদস্য : রিনা বেগম, আপনি যে পদের জন্য আবেদন করেছেন, সেই পদটি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? এই পদের কাজ কী হতে পারে বলে আপনি মনে করেন?

রিনা বেগম: স্যার, আমি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছি। আমার ধারণা অনুযায়ী, এই পদের প্রধান কাজগুলো হলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সাধারণত মাঠ পর্যায়ে কাজ করা, টিকাদান কর্মসূচি পরিচালনা করা, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা, এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তা করে থাকা।

সদস্য : আপনি কি কম্পিউটার চালনায় পারদর্শী?

রিনা বেগম: জি স্যার, আমি কম্পিউটার চালনায় স্বচ্ছন্দ। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। বিশেষ করে, এক্সেলের মাধ্যমে ডেটা এন্ট্রি এবং হিসাব সংরক্ষণের অভিজ্ঞতা আমার আছে।

বোর্ডের চেয়ারম্যান: সরকারি চাকরি সম্পর্কে আপনার ধারণা কী? কেন আপনি সরকারি চাকরিতে আসতে চান?

রিনা বেগম: স্যার, সরকারি চাকরিকে আমি একটি স্থিতিশীল এবং সম্মানজনক পেশা হিসেবে দেখি। এখানে কাজের মাধ্যমে দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখা যায়।

সদস্য : ব্যবস্থাপনায় স্নাতক সম্পন্ন করেছেন? ব্যবস্থাপনার সাধারণত কয়টি টি ধাপ রয়েছে?

রিনা বেগম: সাধারণত ৫টি ধাপ রয়েছে। সেগুলো হলো: পরিকল্পনা (Planning), সংগঠন (Organizing), কর্মীসংস্থান (Staffing), নেতৃত্ব (Leading), এবং নিয়ন্ত্রণ (Controlling)

সদস্য : ধন্যবাদ, আপনি আসতে পারেন।

রিনা বেগম: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যুক্ত বর্ণের তালিকা বাংলা যুক্ত বর্ণ টাইপিং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্ত বর্ণের তালিকা pdf download যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন হাজার যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ণ্ট যুক্তবর্ণ দিয়ে শব্দ ম্ব দিয়ে শব্দ গঠন

  বাংলা যুক্ত বর্ণ ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০...