বুধবার, ৯ জুলাই, ২০২৫

জাতিসংঘ সাধারণ জ্ঞান pdf জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি ২০২৪ Jaati song জাতিসংঘের সদর দপ্তর কয়টি জাতিসংঘের কাজ কি জাতিসংঘের সদস্য দেশের তালিকা জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি ২০২৪ জাতিসংঘের মূল সংস্থা কয়টি

৩১. ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?


উত্তর:- ১১ .

৩২. জাতিসংঘের মহাসচিব এর মেয়াদ কয় বছর?


উত্তর:- ৫ বছর।

৩৩. জাতিসংঘ সদরদপ্তর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- ইস্ট নদীর তীরে ।

৩৪.জাতিসংঘের জনক ককে বলা হয় ?

উত্তর:- উড্রো উইলশনকে ।

৩৫. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?

উত্তর:-মহাসচিব।

৩৬. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে ?


উত্তর:-মহাসচিব।

৩৭. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন ?

উত্তর:- ইংরেজি অথবা ফরাসি।

৩৮. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিত ৫০ মরণোত্তর নোবেল পুরস্কার পান?

উত্তর:- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৯. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি ?

উত্তর:-মোনাকো । (১.৯৫ বর্গ কি.মি.)।

৪০.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি ?


উত্তর:- টরুভ্যালু।

৪১. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয় ?

উত্তর:-পোল্যান্ড।

৪২. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান ?

উত্তর:-দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৩. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত ?

উত্তর:-১৭ একর।

৪৪. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত ?


উত্তর:- নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

৪৫.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ?

উত্তর:-ডব্লিউ হ্যারিসন।

৪৬. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে ?

উত্তর:-২৯তম

৪৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়?

উত্তর:-১৯৮৮ সালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জাতিসংঘ সাধারণ জ্ঞান pdf জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি ২০২৪ Jaati song জাতিসংঘের সদর দপ্তর কয়টি জাতিসংঘের কাজ কি জাতিসংঘের সদস্য দেশের তালিকা জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি ২০২৪ জাতিসংঘের মূল সংস্থা কয়টি

৩১. ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ? উত্তর:- ১১ . ৩২. জাতিসংঘের মহাসচিব এর মেয়াদ কয় বছর? উত্তর:- ৫ বছর। ...