৩১. ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর:- ১১ .
৩২. জাতিসংঘের মহাসচিব এর মেয়াদ কয় বছর?
উত্তর:- ৫ বছর।
৩৩. জাতিসংঘ সদরদপ্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- ইস্ট নদীর তীরে ।
৩৪.জাতিসংঘের জনক ককে বলা হয় ?
উত্তর:- উড্রো উইলশনকে ।
৩৫. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
উত্তর:-মহাসচিব।
৩৬. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে ?
উত্তর:-মহাসচিব।
৩৭. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন ?
উত্তর:- ইংরেজি অথবা ফরাসি।
৩৮. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিত ৫০ মরণোত্তর নোবেল পুরস্কার পান?
উত্তর:- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।
৩৯. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি ?
উত্তর:-মোনাকো । (১.৯৫ বর্গ কি.মি.)।
৪০.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি ?
উত্তর:- টরুভ্যালু।
৪১. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয় ?
উত্তর:-পোল্যান্ড।
৪২. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান ?
উত্তর:-দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
৪৩. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত ?
উত্তর:-১৭ একর।
৪৪. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত ?
উত্তর:- নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
৪৫.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ?
উত্তর:-ডব্লিউ হ্যারিসন।
৪৬. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে ?
উত্তর:-২৯তম
৪৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়?
উত্তর:-১৯৮৮ সালে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট
DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question
ভিডিওটি ভালো করে দেখুন DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...
-
ভিডিও ভালো করে দেখুন👇👇 বাংলা 🇧🇩 ১. এক কথায় প্রকাশ: ক. যে বেশি কথা বলে না - মিতভাষী খ. যা সহজে লাভ করা যায় না - দুর্লভ গ. যা বলা হয়...
-
ভিডিও ভালো করে দেখুন অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র বাংলা (১০ নম্বর) ১. এককথায় প্রকাশ করুন (যে কোনো দুটি): ক) যার শত্রু জন্মায়নি...
-
অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন , প্রস্তুতি , সিলেবাস , সাজেশন , অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস , অফিস সহায়ক পরীক্ষার সাজেশন , অফিস স...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন