মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আমাদের ছোট নদী – রবীন্দ্রনাথ ঠাকুর

 আমাদের ছোট নদী –

রবীন্দ্রনাথ ঠাকুর



আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসব জেগে ওঠে পাড়া।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

  ভিডিওটি ভালো করে দেখুন  DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...