সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আধুনিক প্রেমের কবিতা


তোমার একটা নাম থাকুক আমার দেয়া
মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া
আমার দেয়া একখানা নাম তোমার থাকুক
না হয় আমি হারিয়ে গেলেও
একলা একা সন্ধা তারা
সেই নামেই তোমায় ডাকুক।
তোমার জন্য কাপছে কেন মন
কাঁদছে কেন শূণ্য চোখের কোণ?
তোমার জন্য বুকের গহিন জুড়ে
আমার সময় নিঃশব্দ, নির্জন।
এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ?
পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ।
এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল?
তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল!
দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তার
কী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর ।। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন pdf, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন

  ভিডিও ভালো করে দেখুন 👇 সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো বিষয়: বাংলা (২৫ নম্বর) ১. সন্ধি বিচ্ছেদ করুন...