সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অসম্ভব সুন্দর প্রেমের কবিতা


শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে, তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।

এই যে মেয়ে, কজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।

তাকাস কেন?
আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?
কাজল চোখের মেয়ে
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যুক্ত বর্ণের তালিকা বাংলা যুক্ত বর্ণ টাইপিং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্ত বর্ণের তালিকা pdf download যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন হাজার যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ণ্ট যুক্তবর্ণ দিয়ে শব্দ ম্ব দিয়ে শব্দ গঠন

  বাংলা যুক্ত বর্ণ ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০...