সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিশি রাতের প্রেমের কবিতা


আবার যখন দেখা হবে, খানিক যদি থমকে যাই
বেলিফুলের গন্ধে কোথাও, একটুখানি চমকে যাই।

তাকিও তখন চোখ
হাসিমুখের বুকের ভেতর কে কেঁপে যায় শোকে!
তোমার হাসিতে মুগ্ধ হয়েছি আমি 😇
আমার অনুভবে শুধুই তুমি ❣️🥀
আমারতো আকাশ নেই, তবু উড়াবো বলে কিনে এনেছি একটি রঙিন ঘুড়ি।
ধরে রাখার মতো সুতোও নেই, তবু নাটাই নিয়ে শূণ্য বিলে নীরবে একেলা চলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জীবনানন্দ দাশের কষ্টের কবিতা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম জীবনানন্দ দাশের কবিতার লাইন জীবনানন্দ দাশের রোমান্টিক কবিতা pdf জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন

  সময়ের কাছে সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ’লে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে আজকের প...