সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আবেগি প্রেমের কবিতা


একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি।
একটা তোমার মতো মনের জন্য মেয়ে
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
আমাদের এই দেখা সময়ের ভুল
তবু বুক ব্যথা-ভার, চক্ষু আকুল।
ততটুকু দিতে নেই
যতটুকু দিলে অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।

কিছুটা নিজেরও থাক
নিখোঁজ খবর- ছাপা পত্রিকা
ঠিকানাটা খুঁজে পাকা।

ততটুকু হোক দেনা
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যুক্ত বর্ণের তালিকা বাংলা যুক্ত বর্ণ টাইপিং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্ত বর্ণের তালিকা pdf download যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন হাজার যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ণ্ট যুক্তবর্ণ দিয়ে শব্দ ম্ব দিয়ে শব্দ গঠন

  বাংলা যুক্ত বর্ণ ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০...