বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা pdf রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক কবিতা

 অচল স্মৃতি


- রবীন্দ্রনাথ ঠাকুর


আমার হৃদয়ভূমি-মাঝখানে
জাগিয়া রয়েছে নিতি
অচল ধবল শৈল-সমান
একটি অচল স্মৃতি ।
প্রতিদিন ঘিরি ঘিরি
সে নীরব হিমগিরি
আমার দিবস আমার রজনী
আসিছে যেতেছে ফিরি ।

যেখানে চরণ রেখেছে সে মোর
মর্ম গভীরতম —
উন্নত শির রয়েছে তুলিয়া
সকল উচ্চে মম ।
মোর কল্পনা শত
রঙিন মেঘের মতো
তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে ,
সোহাগে হতেছে নত ।

আমার শ্যামল তরুলতাগুলি
ফুলপল্লবভারে
সরস কোমল বাহুবেষ্টনে
বাঁধিতে চাহিছে তারে ।
শিখর গগনলীন
দুর্গম জনহীন ,
বাসনাবিহগ একেলা সেথায়
ধাইছে রাত্রিদিন ।

চারি দিকে তার কত আসা-যাওয়া ,
কত গীত , কত কথা —
মাঝখানে শুধু ধ্যানের মতন
নিশ্চল নীরবতা ।
দূরে গেলে তবু , একা
সে শিখর যায় দেখা —
চিত্তগগনে আঁকা থাকে তার
নিত্যনীহাররেখা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

doos doos song lyrcs || translation in Bengali language || Fa9la song translate to english and bangla language

  Ya Akhi Doos, Doos Andi Khosh Fasla Come on, bro, keep it going, keep it going, I’m in a great zone. Ya Akhi Tfooz, Tfooz Wallah Khosh Raq...