মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 2025, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন সমাধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২০ প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৪ প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক লিখিত প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন ২০২৩ প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক এর কাজ কি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৪ প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক নিয়োগ ২০২৪

 


পরীক্ষার প্রশ্ন সমাধান

. অকালপক্ক হয়েছে যা- অকালপক্ক

. আকাশে বেড়ায় যে- খেচর

. আপনাকে যে পন্ডিত মনে করে- পন্ডিতম্মান্য

. গরীয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি- গরিয়সী

. বসুন্ধরা শব্দের অর্থ কি- পৃথিবী

. নিচের কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয়- নেত্র

. ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি- ভবিষ্যৎ

. দফতর শব্দটি কোন ভাষার শব্দ-ফারসি

. নিচের কোন উত্তরটি সঠিক- দয়া+বতুপ্=দয়াবান

১০. কোনটি শুদ্ধ বানান- বিভীষিকা

১১. কোন বাক্যে বিশেষণের বিশেষণ হয়েছে-ঘোড়া খুব দ্রুত চলে

১২. পদ কত প্রকার-

১৩. কোন বাগধারাটির অর্থ বেহায়া- ‘ঠোঁটকাটা

১৪. সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন- ভরাডুবি

১৫. আমি ভাত খাই। বাক্যটিতে খাই শব্দটি কোন পদ- ক্রিয়া পদ

ইংরেজি অংশ সমাধানঃ

Office Sohayok Post:-

Fill in the blanks with appropriate preposition:

16. He is good ----Mathematics. Ans: at

17. Death is preferable -----disgrace. Ans: to

18. I can not part-----my book. Ans: to

19. He is blind----- his weakness. Ans: to

20. She was disappointed ---her failure. Ans: to

Choose the correct sentences:

21. Man is mortal.

22. He loves his children. 

23. Either you or I am wrong.

24. The quality of mangoes was not good.

25. Neither the Chairman nor the members were present.

26. The antonym of exciting. Ans: Boring

27. The antonym of horizontal. Ans: Vertical

28. The phrase Man of parts means? Talented

29. The correct spelling- Pension

30. Adjective of the word strength? Strong

গণিত অংশ সমাধানঃ

৩১. পিতা পুত্রের বয়সের অনুপাতে ১৩ঃ৫। পুত্রের বয়স ১৫ বছর হলে পিতার বয়স কত? উত্তরঃ ৩৯

৩২. একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রি করা হলো? পণ্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৬৯০ টাকা

৩৩. ১৩,১৬,১৮,২৪ ৩৪ এর গড় কত? উত্তরঃ ২১

৩৪. 9x-5x=1/3 হলে x=? উত্তরঃ 1/12

৩৫. যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরো ১০ জন সৈন্য বেশী থাকলে তাদের কতদিন চলবে?

৩৬. x+y=2 হলে (x+y)^2=? উত্তরঃ 4

৩৭. ১৮.৩৪ সময় কে ১২ ঘণ্টার সময়সূচীতে প্রকাশ করলে কত হবে? উত্তরঃ বিকাল .৩৪

৩৮. x+y=6, x-y=4 হলে xy=? উত্তরঃ 5

৩৯. x2-7x+6 এর উৎপাদক বিশ্লেষণ? উত্তরঃ (x-6)(x-1)

৪০. যদি x=2-√3 হলে x2=? উত্তরঃ 1

 

 ******************


আরো দেখুন : লিংকে ক্লিক করুন


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


https://youtu.be/fTYm02TquKE










প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন  অফিস সহায়ক

 

. সন্ধি বিচ্ছেদ করুন।

) নদ্যম্বু = নদী + অম্বু  [অম্বু  অর্থ জল]

) অন্বেষণ = অনু + এষণ [ এষণ অর্থ সন্ধান করা] 

. এক কথায় প্রকাশ করুন।

) অন্যের লেখা চুরি করে এমন = কুম্ভিলক

) বাস্তু থেকে উৎখাত হয়েছে এমন = উদ্বাস্তু

) মর্ম স্পর্শ করে এমন = মর্মস্পর্শী

. বাগধারাটির অর্থ লিখুন।

) উজানের কই = সহজলভ্য

) কানকাটা = বেহায়া 

) পালের গোদা =  নেতা/সর্দার

. সংক্ষিপ্ত উত্তর লিখুন।

) বহুব্রীহি শব্দের অর্থ কি? উত্তরঃ বহু ধান 

) প্রগতি কোন সমাসের উদাহরণ? উত্তরঃ প্রাদি সমাস  

. Fill in the Gap

a) He is weak—English. উত্তরঃ in 

b) He was acquitted—–the charge of murder.  উত্তরঃ from

c) Rahim is better—–Karim. উত্তরঃ than

. Translate into English:

) সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে = উত্তরঃ  It has been raining for seven days.

) সে গতকাল ঢাকায় এসেছে = উত্তরঃ He came in Dhaka yesterday.

) তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? = উত্তরঃ Have you ever been to a zoo? 

) একতাই বল = উত্তরঃ Unity is strength.

. Change the Gender:

a) Dog = bitch/vixen 

b) Drone = bee

c) Horse = mare

গণিত অংশ সমাধানঃ  

. একটি ঘড়ি %  ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে % লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন।

উত্তরঃ ৫০০০ টাকা 

. a+1/a=4 হলে  a^4+1/a^4  এর মান কত? 

উত্তরঃ 194

সাধারণ অংশ অংশ সমাধানঃ 

১০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১১. জাপানের মুদ্রার নাম কি? উত্তরঃ ইয়েন

১২. নেপালের রাজধানীর নাম কি? উত্তরঃ কাঠমান্ডু

১৩. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নাম লিখুন। উত্তরঃ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস

১৪. বাংলাদেশের সর্বশেষ বিভাগ এর নাম লিখুন। উত্তরঃ ময়মনসিংহ (সাম্প্রতিক)

১৫. পূর্ণরূপ লিখুন।

WHO=World Health Organization

BRTA=Bangladesh Road Transport Authority 

১৬. দেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? উত্তরঃ বনৌজা পদ্মা 

১৭. মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কি? উত্তরঃ গাজী মিয়া

১৮. ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? উত্তরঃ  রিকেটস

******************

আরো দেখুন : লিংকে ক্লিক করুন


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/fTYm02TquKE








 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

doos doos song lyrcs || translation in Bengali language || Fa9la song translate to english and bangla language

  Ya Akhi Doos, Doos Andi Khosh Fasla Come on, bro, keep it going, keep it going, I’m in a great zone. Ya Akhi Tfooz, Tfooz Wallah Khosh Raq...