পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান : মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র : নাউরু বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম : হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ : ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম নদী : রো নদী বিশ্বের ক্ষুদ্রতম পর্বত : মাউন্ট উইচেপ্রুফ,অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম : আর্কটিক মহাসাগর ক্ষুদ্রতম মাছ : পেডোসিপ্রিস প্রজাটিনি পৃথিবীর ক্ষুদ্রতম ফুল- উলফিয়া গ্লোবাসা ক্ষুদ্রতম কম্পিউটার : মিশিগান মাইক্রো মোডিউল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ : বুধ ক্ষুদ্রতম মহাদেশের নাম : ওশেনিয়া এশিয়ার ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ ক্ষুদ্রতম দিন কোন তারিখে : ২২ ডিসেম্বর, উত্তর গোলার্ধে পৃথিবীর ক্ষুদ্রতম রাত : ২১ শে জুন উত্তর গোলার্ধে বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী : বাম্বলবি ব্যাট (বড়দের দৈর্ঘ্য মাত্র ২.২-২.৮ সেমি)। পৃথিবীর ক্ষুদ্রতম সাবমেরিন নাম : সেরাফিন
আমার হৃদয়ভূমি-মাঝখানে জাগিয়া রয়েছে নিতি অচল ধবল শৈল-সমান একটি অচল স্মৃতি । প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি ।
যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম — উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম । মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে , সোহাগে হতেছে নত ।
চারি দিকে তার কত আসা-যাওয়া , কত গীত , কত কথা — মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নীরবতা । দূরে গেলে তবু , একা সে শিখর যায় দেখা — চিত্তগগনে আঁকা থাকে তার নিত্যনীহাররেখা ।