বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সন্ধি বিচ্ছেদ pdf সন্ধি বিচ্ছেদ নিয়ম সন্ধি বিচ্ছেদ উদাহরণ গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ ব্যবহার কঠিন সন্ধি বিচ্ছেদ গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ pdf সন্ধি বিচ্ছেদ কাকে বলে

 ★ গুরুত্বপূর্ণ টপিক- #সন্ধি

নবম-দশম শ্রেণির বোর্ড বই ( বাংলা ভাষার ব্যাকরণ) এর সন্ধি অধ্যায়ের প্রতিটি উদাহরণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মের পর যেই উদাহরণগুলো ভেঙে দেয়া হয়নি সেগুলো কয়েকটি পর্বে বিভক্ত করে পোস্ট আকারে দেয়া হবে।
যেহেতু প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ অথবা প্রিসেপটর্স ডাইজেস্টে এই উদাহরণগুলো আছে সেহেতু যারা এই বই দুটি পড়ছেন তাদের জন্যও সমভাবে এই পোস্টটি সহায়ক হবে।
#পর্বঃ_০১_(বাংলা ও তৎসম শব্দের সন্ধি)
[ নবম - দশম শ্রেণির বোর্ড বই ( পৃঃ ৩৪)]
★ বাংলা শব্দের সন্ধি (স্বর সন্ধি)
নিয়ম-১
ক) কতেক = কত + এক
খ) রূপালি = রূপা + আলি [ মনে রাখবেনঃ 'আলি' বানানে সবসময় ই-কার হবে।]
গ) হিংসুক = হিংসা + উক
নিন্দুক = নিন্দা + উক
ঘ) গুটিক = গুটি + এক
ধনিক =?
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে প্রত্যয় সাধিত শব্দ হিসাবে " ধন + ইক " লিখা আছে।
★ বাংলা শব্দের সন্ধি (ব্যঞ্জন সন্ধি)
এখানে সবগুলো উদাহরণ ভেঙে দেয়া আছে।
#পৃঃ- ৩৫
★ তৎসম শব্দের সন্ধি (স্বর সন্ধি)
#নিয়ম-১ঃ
অ + অ = অা
হিমাচল = হিম + অচল
প্রাণাধিক = প্রাণ + অধিক
হস্তান্তর = হস্ত + অন্তর
হিতাহিত = হিত + অহিত
অ + অা = আ
দেবালয় = দেব + আলয়
রত্নাকর = রত্ন + আকর
সিংহাসন = সিংহ + আসন
আ + অ = আ
আশাতীত = আশা + অতীত
কথামৃত = কথা + অমৃত
মহার্ঘ = মহা + অর্ঘ
আ + আ = আ
কারাগার = কারা + আগার
মহাশয় = মহা + আশয়
সদানন্দ = সদা + আনন্দ
[ ব্যঞ্জনসন্ধির নিয়মানুযায়ী -
সদানন্দ = সৎ + আনন্দ ]
#পৃঃ- ৩৬
#নিয়ম-২ঃ
পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু
শ্রবণেন্দ্রিয় = শ্রবণ + ইন্দ্রিয়
স্বেচ্ছা = স্ব + ইচ্ছা
নরেশ = নর + ঈশ
রমেশ = রমা + ঈশ
নরেন্দ্র = নর + ইন্দ্র
#নিয়ম-৩ঃ
নীলোৎপল = নীল + উৎপল
চলোর্মি = চল + ঊর্মি
মহোৎসব = মহা + উৎসব
নবোঢ়া = নব + ঊঢ়া
ফলোদয় = ফল + উদয়
যথোপযুক্ত = যথা + উপযুক্ত
হিতোপদেশ = হিত + উপদেশ
পরোপকার = পর + উপকার
প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর
#নিয়ম-৪ঃ
অধমর্ণ = অধম + ঋণ
উত্তমর্ণ = উত্তম + ঋণ
সপ্তর্ষি = সপ্ত + ঋষি
রাজর্ষি = রাজা + ঋষি
#নিয়ম -৫ঃ
ভয়ার্ত = ভয় + ঋত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
#নিয়ম - ৬ঃ
হিতৈষী = হিত + এষী
সর্বৈব = সর্ব + এব
অতুলৈশ্বর্য = অতুল + ঐশ্বর্য
#পৃঃ_৩৭
#নিয়ম-৭ঃ সব উদাহরণ ভাঙা আছে
#নিয়ম-৮ঃ
গিরীন্দ্র = গিরি + ইন্দ্র
ক্ষিতীশ = ক্ষিতি + ঈশ
মহীন্দ্র = মহী + ইন্দ্র
শ্রীশ = শ্রী + ঈশ
পৃথ্বীশ = পৃথ্বী + ঈশ
অতীব = অতি + ইব
প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা
প্রতীত = প্রতি + ইত
রবীন্দ্র = রবি + ইন্দ্র
দিল্লীশ্বর = দিল্লি + ঈশ্বর
#নিয়ম-৯ঃ
প্রত্যহ = প্রতি + অহ
অত্যধিক = অতি + অধিক
গত্যন্তর = গতি + অন্তর
প্রত্যাশা = প্রতি + আশা
প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন
আদ্যন্ত = আদি + অন্ত
যদ্যপি = যদি + অপি
অভ্যূত্থান = অভি + উত্থান
অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য
প্রত্যুপকার = প্রতি + উপকার
#নিয়ম-১০ঃ
#পৃঃ_৩৮
#নিয়ম- ১১
পশ্বধম = পশু + অধম
পশ্বাচার = পশু + আচার
অন্বয় = অনু + অয়
মন্বন্তর = মনু + অন্তর
[ তথ্যগুলো শেয়ার করে রাখুন প্রয়োজনে খোঁজে পাবেন আর পোস্ট কপি করলে দয়াকরে আমাদের গ্রুপ এর নাম মেনশন করবেন।
#পার্ট - ০২ খুব শীঘ্রই পোস্ট করা হবে ]

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিভিন্ন বিষয়ের জনক | কে কোন বিষয়ের জনক

 ✬ বংশগতির জনক — গ্রেগর মেন্ডেল।

✬ বাংলা গদ্য ছন্দের জনক — রবীন্দ্রনাথ ঠাকুর।

✬ বাংলা উপন্যাসের জনক — বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

✬ বাংলা কবিতার জনক — মাইকেল মধু সূদন দত্ত।

✬ বাংলা গদ্যের জনক — ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর।

✬ বাংলা নাটকের জনক — দীন বন্ধু মিত্র।

✬ বাংলা গজলের জনক — কাজী নজরুল ইসলাম।

✬ বাংলা সনেটের জনক — মাইকেল মধু সুদন দত্ত।

✬ বাংলা মুক্তক ছন্দের জনক — কাজী নজরুল ইসলাম।

✬ বাংলা চলচিত্রের জনক — হীরালাল সেন।

✬ বিজ্ঞানের জনক — থেলিস।

✬ বিবর্তনবাদ তত্ত্বের জনক — চার্লস ডারউইন।

✬ বীজগণিতের জনক — আল-খাওয়ারিজমি।

✬ ভূগোলের জনক — ইরাতেস্থিনিস।

✬ পদার্থ বিজ্ঞানের জনক — আইজ্যাক নিউটন।

✬ মনোবিজ্ঞানের জনক — উইলহেম উন্ড।

✬ রাষ্ট্রবিজ্ঞানের জনক — এরিস্টটল।

✬ রসায়নের জনক — জাবির ইবনে হাইয়ান।

✬ শারীরবিদ্যার জনক — উইলিয়াম হার্ভে।

✬ হিসাব বিজ্ঞানের জনক — লুকাপ্যাসিওলি।

✬ শ্রেণীকরণ বিদ্যার জনক — ক্যারোলাস লিনিয়াস।

✬ সনেটের জনক — পের্ত্রাক।

✬ সামাজিক বিবর্তনবাদের জনক — হার্বাট স্পেন্সর।

✬ সমাজবিজ্ঞানের জনক — অগাষ্ট কোঁৎ।

✬ ফেসবুক এর জনক — মার্ক জুকারবার্গ।

✬ চিকিৎসা বিজ্ঞানের জনক — ইবনে সিনা।

✬ হোমিওপ্যাথির জনক — হ্যানিম্যান।

✬ মেডিসিনের জনক — হিপোক্রটিস।

✬ কম্পিউটার মাউসের জনক — ডগলাস এঙ্গেলবার্ট।

✬ মোবাইল ফোনের জনক — মার্টিন কুপার।

✬ গুগলের জনক — সার্জেই বিন।

✬ ফেসবুকের জনক — মার্ক জুকারবার্গ।

✬ টুইটারের জনক — জ্যাক ডোরসেই।

✬ ই-বুকের জনক — মাইকেল এস হার্ট।


রো পড়তে click here




সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন। বাংলা ব্যাকরণ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান | বাংলা ব্যাকরণ প্রশ্ন ব্যাংক pdf বাংলা ব্যাকরণ প্রশ্ন দশম শ্রেণী বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান বাংলা ব্যাকরণ প্রশ্ন 2025 বাংলা ব্যাকরণ চাকরির প্রশ্ন বাংলা ব্যাকরণ এর প্রশ্ন সমাধান বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর বাংলা ব্যাকরণ বই


০১। বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি
০২। ”সাধুভাষা” পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়
০৩। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ
০৪। সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে
০৫। পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক
০৬। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব
০৭। ব্যাকরণের কোন অংশে “সমাস/কারক” সমন্ধে আলোচনা করা হয়?- রুপতত্ত্বে
০৮। ব্যাকরণের কোন অংশে “বাগধারা/বিরামচিহ্ন” আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে
০৯। ব্যাকরণের প্রধান কাজ- ভাষার বিশ্লেষণ
১০। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
১১। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়
১২। ”ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩। হ্রস্বস্বর- ৪টি
১৪। মাত্রাহীন বর্ণ- ১০টি
১৫। অর্ধমাত্রার বর্ণ- ৮টি
১৬। মৌলিক স্বরধ্বনি- ৭টি
১৭। যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)
১৮। ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
১৯। দীর্ঘস্বর-৭টি
২০। ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি
Faiz's Academy
২১। ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত
২২। ক্ষ= ক+ষ
২৩। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?- অপিনিহিতি
২৪। ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু
২৫। অনুসর্গ কোথায় বসে?- পরে
২৬। √দৃশ+অনীয়=দর্শনীয়, √দুল+না= দোলনা, √মিশ+উক=মিশুক, √শ্রু+অন=শ্রবণ, √মুচ+ক্তি=মুক্তি
২৭। মধ্যম+ষ্ণিক=মাাধ্যমিক, মশা+আরি=মশারি, সহচর+য=সাহচর্য
২৮। উপসর্গ কোথায় বসে?-আগে
২৯। দারিদ্র+য= দারিদ্র্য
৩০। উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন
৩১। বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংষ্কৃত উপসর্গ-২০
৩২। ”নাটিকা” কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে
৩৩। কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
৩৪। কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি
৩৫। নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
৩৬। বিজ্ঞান শব্দে “বি” অর্থ কী?- বিশেষ
৩৭। শ্বশ্রূ অর্থ- শাশুড়ী
৩৮। সাহেব এর বহুবচন- সাহেবান
৩৯। ডালে ডালে কুসুম ভার- এখানে “ভার” অর্থ- সমূহ
৪০। লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
৪১। বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)
৪২। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?- অব্যয়
৪৩। সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ
৪৪। কিছু সন্ধিবিচ্ছেদ- রত্ন+আকর=রত্নাকর, পরি+ঈক্ষা=পরীক্ষা, রবি+ইন্দ্র=রবীন্দ্র, জন+এক=জনৈক, ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, যদি+অপি=যদ্যপি, পরি+আলোচনা=পর্য
ালোচনা, সু+আগত=স্বাগত, গো+এষণা=গবেষণা, নৌ+ইক=নাবিক, লো+অন=লবণ, গৈ+য়ক= গায়ক, বাক+আড়ম্বর=বাগাড়ম্বর, উৎ+শ্বাস=উচ্ছ্বাস, পদ+হতি=পদ্ধতি, ষট+ঋতু=ষড়ঋতু, সম+বাদ=সংবাদ, সম+বিধান=সংবিধান, নির+আময়=নিরাময়, বৃষ+তি=বৃষ্টি, ততঃ+ধিক=ততোধিক, তপঃ+বন=তপোবন, দুঃ+যোগ=দুর্যোগ, দিব+লোক=দ্যুলোক, বন+পতি=বনস্পতি, অহ+অহ=অহরহ
৪৫। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?- সন্ধি
৪৬। যে পদে সমাস হয়, তাকে বলে- সমস্যমান পদ
৪৭। আমাকে যেতে হবে- “আমাকে” কর্তৃকারক ২য়া
৪৮। সমাস কত প্রকার?- ৬
৪৯। সমাস নির্ণয় করুন: দম্পতি (দ্বন্ধ), কঁচা-মিঠা (কর্মধারয়), সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়), চাঁদমুখ (উপমেয়), শতাব্দী (দিগু), লাঠালাঠি (ব্যতিহার বহুব্রীহি), ছায়াশীতল (তৎপুরুষ), উপকূল (অব্যয়ীভাব)
৫০। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে- অলুক সমাস
৫১। সমাসের রীতি এসেছে- সংস্কৃত ভাষা থেকে
৫২‌‌। দশে মিলে করি কাজ- “দশে” কর্তায় ৭মী
৫৩। ডাক্তার ডাক- “ডাক্তার” কর্মে শুন্য
৫৪। গাড়ী স্টেশন ছাড়ল- অপাদানে শুন্য
৫৫। শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি
৫৬‌। মৌলিক শব্দ- গোলাপ
৫৭‌। ব্যূৎপত্তিগত দিক থেকে শব্দ- ৫ প্রকার
৫৮। যোগরূঢ় শব্দ- জলদ/পঙ্কজ/রাজপুত
৫৯। শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?- ৩ ভাগে
৬০। রূঢ়ি শব্দ- হস্তী/সন্দেশ/তৈল/বাঁশী/গবেষণা
৬১। ”ব্যাকরণ” শব্দটি এসেছে- সংস্কৃত শব্দ থেকে
৬২। গিন্নী কী শব্দ- অর্ধ-তৎসম
৬৩। চৌ-হদ্দি= ফারসি+আরবী
৬৪। হরতাল- গুজরাটি শব্দ
৬৫‌। চা, চিনি- চায়না শন্দ
৬৬। দাম- গ্রীক শব্দ
৬৭। রিকসা- জাপানি শব্দ
৬৮। হেড-মৌলভী= ইংরেজি+ফারসি
৬৯। আকাশের প্রতিশব্দ- দ্যুলোক, অন্তরীক্ষ, অম্বর
৭০। নন্দিনী অর্থ-তনয়া
৭১‌। পরভৃত অর্থ- কোকিল
৭২‌। পরভৃৎ অর্থ- কাক
৭৩। সমুদ্র এর প্রতিশব্দ- পাথার, অর্ণব, উদধি
৭৪। শশাঙ্ক অর্থ- চাঁদ, সুধাংশু
৭৫। পুষ্প এর সমার্থক শব্দ- প্রসূন, কুসুম
৭৬। সূর্য এর প্রতিশব্দ- আদিত্য, ভানু, আফতাব, মিহির বিভাবসু
৭৭। কপোল অর্থ- গাল
৭৮। অপলাপ অর্থ- অস্বীকার
৭৯। শিষ্টাচার অর্থ- সদাচার
৮০। উপরোধ অর্থ- অনুরোধ
৮১। কিছু বিপরীত শব্দ- অর্বাচীন (প্রাচীন), অলীক (বাস্তব), অনুগ্রহ (নিগ্রহ), আরোহরণ (অবরোহণ), আকস্কিক (চিরন্তন), ঊষর (উর্বর), ঋজু (বক্ত, বঙ্কিম), কুটিল (সরল), ক্ষীয়মান (বর্ধমান), গৃ্হী (সন্যাসী), জঙ্গম (স্থাবর), তিমির (আলো), ভূত (ভবিষ্যত) সংশয় (প্রত্যয়), সৌম্য (উগ্র), মনীষা (নির্বোধ), বিদিত (অজ্ঞাত)
৮২। ”মুখ তোলা” বিশিষ্ট অর্থ- ভাগ্য প্রসন্ন হওয়া
৮৩। না কোন জাতীয় শব্দ- অব্যয়
৮৪। বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপুর ধ্বন্যাত্বক দ্বিরুক্ত শব্দ
৮৫। পরিভাষিক অর্থ- Aboriginal (আদিবাসী), Allegory (রুপক), Superstition (কুসংস্কার)
৮৬। সুন্দরের নিজস্ব একটি আকর্ষণ শক্তি আছে- “সুন্দর” বিশেষ্যপদ
৮৭। ইচ্ছা এর বিশেষণ- ঐচ্ছিক
৮৮। মাথা খাটিয়ে কাজ করবে – “মাথা” অর্থ- বুদ্ধি
৮৯। কী বিপদ! এখানে “কী” অর্থ- বিরক্তি
৯০। মা শিশুকে খাওয়াচ্ছেন- “শিশু” প্রযোজক কর্তা
৯১। বাক্যের ক্ষুদ্রতম একক কী?- শব্দ
৯২। বাংলা ছন্দ কত রকমের?- ৩ রকমের
৯৩। বাক্যের ৩টি গুণ কী কী?- আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
৯৪। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে – উক্তিটির তাৎপর্য?- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৯৫। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি- সরল বাক্য
৯৬। শুদ্ধবাক্য- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল, বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
৯৭। বাগধারা- অগস্ত যাত্রা (শেষ বিদায়), অর্থচন্দ্র (গলাধাক্কা), আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দন্ড), আটকপালে (হতভাগ্য), আকাশ কুসুম (অলীক ভাবনা), ঊনপাঁজুরে (হতভাগ্য), একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়), ভূষুণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি), গৌরচন্দ্রিকা (ভূমিকা), গোঁফ-খেজুরে (নিতান্ত অলস), ঠোটকাটা (স্পষ্টভাষী), চাঁদের হাট (প্রিয়জনদের সমাগম), ঢাকের কাঠি (তোষামুদে), দুধের মাছি (সুসময়ের বন্ধু), তামার বিষ (অর্থের কু প্রভাব), নিরানব্বয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি), রাবণের চিতা (চির অশান্তি), শকুনি মামা (কুচক্রী লোক), সাক্ষৌ গোপাল (নিষ্ক্রিয় দর্শক), শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ), হাত ভারি (কৃপণ)
৯৮। গঠন অনুসারে বাক্য কত প্রকার- ৩ প্রকার৯৯। বাক্য সংকোচন- অক্ষীর সমীপে (প্রত্যক্ষ), যা কষ্টে নিবারণ করা যায় (দুর্নিবার), যা চেটে খেতে হয় (লেহ্য), দিন ও রাতের সন্ধিক্ষণ (গোধূলি), যে স্ত্রী লোক প্রিয় কথা বলে (প্রিয়ংবদা), যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না (বনস্পতি), যা বলা হয় নি (অনুক্ত), যা দীপ্তি পাচ্ছে (দীপ্তিমান), যে ভূমিতে ফসল জন্মে না (ঊষর), দুই হাত সমানে চলে যার (সব্যসাচী), যা পূর্বে ছিল , এখন নেই (ভূতপূর্ব), যা চিরস্থায়ী নয়/নষ্ট হওয়া স্বভাব যার (নশ্বর), যার কর্মে ক্লান্তি নাই (অক্লান্তকর্মী), যে ভবিষ্যত না ভেবেই কাজ করে (অবিমৃষ্যকারী)
১০০। শুদ্ধ বানান- অধ্যবসায়, অনসূয়া, অদ্যাপি, অমাবস্যা, আদ্যক্ষর, অধোগতি, উন্মীলন, একান্নবর্তী, ঐন্দ্রজালিক, গীতাঞ্জলি, আকাঙ্ক্ষা, দধীচি, দ্বন্ধ, নিশীথিনী, নিপীড়িত, ভাগীরথী, মরীচিকা, মূহুমুহু, মুমূর্ষু, শিরচ্ছেদ, শারীরিক, সমীচীন, সৌজন্য, স্বান্তনা, স্বায়ত্বশাসন, বাল্মীকি, পিপীলিকা

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৫, সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৫ বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান কুইজ বাংলাদেশ ২০২৪

 ✬প্রশ্ন: স্পেনের রাজধানীর নাম কি?

উত্তরঃ মাদ্রিদ।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম স্থল প্রাণীর নাম কি?
উত্তর: আফ্রিকান হাতি।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন।

✬প্রশ্ন: পেরুর রাজধানী শহর নাম কি?
উত্তরঃ লিমা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।


✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মাকড়সার নাম কী?
উত্তর: গোলিয়াথ বার্ডেটার।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।

✬প্রশ্ন: ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

✬প্রশ্ন: ব্রাজিলের সরকারী ভাষা কি?
উত্তর: পর্তুগিজ।

✬প্রশ্ন: কোন দুটি দেশ বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে নেয়?
উত্তর: কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।


✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: মরক্কোর রাজধানী শহরের নাম কি?
উত্তরঃ রাবাত।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ ভারত।

✬প্রশ্ন: আর্জেন্টিনার রাজধানী শহরের নাম কি?
উত্তর: বুয়েনস আইরেস।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: হ্যারি পটার বই সিরিজের লেখক কে?
উত্তরঃ J.K. রাউলিং।

✬প্রশ্ন: আমাদের সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত?
উত্তরঃ মঙ্গল।

✬প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: জো বিডেন।

✬প্রশ্ন: মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক।


✬প্রশ্ন: মোনালিসা কে এঁকেছেন?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।

✬প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কি?
উত্তর: জাপানি ইয়েন।

✬প্রশ্ন: যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ ঋষি সুনাক।

✬প্রশ্ন: স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি

✬প্রশ্ন: অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উত্তর: ক্যানবেরা

✬প্রশ্ন: আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি

✬প্রশ্ন: টেলিফোন কে আবিস্কার করেন?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা কোন দেশের?
উত্তর: কানাডা

✬প্রশ্ন: জাপানের মুদ্রা কি?
উত্তর: জাপানি ইয়েন

✬প্রশ্ন: কোন প্রাণীটিকে “মরুভূমির জাহাজ” বলা হয়?
উত্তর: উট

✬প্রশ্ন: মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক


✬প্রশ্ন: বিখ্যাত উপন্যাস “টু কিল আ মকিংবার্ড” কে লিখেছেন?
উত্তর: হার্পার লি

✬প্রশ্ন: লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটির নাম কী যেটিতে একজন মহিলাকে রহস্যময় হাসির সাথে চিত্রিত করা হয়েছে?
উত্তর: মোনালিসা


✬প্রশ্ন: চাঁদে সর্বপ্রথম কে হেঁটেছিলেন?
উত্তর: নিল আর্মস্ট্রং

✬প্রশ্ন: অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কি?
উত্তর: ক্যাঙ্গারু

✬প্রশ্ন: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: আমাজন নদী।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।

✬প্রশ্ন: অস্ট্রেলিয়ার রাজধানী শহরের নাম কি?
উত্তর: ক্যানবেরা।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি?
উত্তরঃ গ্রীনল্যান্ড।

✬প্রশ্ন: কোন সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে, যা ঠান্ডা যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে?
উত্তর: 1989।

✬প্রশ্ন: আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটি?
উত্তর: মাউন্ট কিলিমাঞ্জারো

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর

✬প্রশ্ন: কোন শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: প্যারিস, ফ্রান্স

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরঃ সাহারা মরুভূমি


✬প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: জর্জ ওয়াশিংটন

✬প্রশ্ন: কোন দেশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং জনবহুল উভয় দেশ?
উত্তরঃ ব্রাজিল।

✬প্রশ্ন: ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

✬প্রশ্ন: জাপানে কোন মুদ্রা ব্যবহার করা হয়?
উত্তর: জাপানি ইয়েন।

✬প্রশ্ন: কোন বিখ্যাত ইতালীয় শিল্পী ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের সিলিং এঁকেছিলেন?
উত্তরঃ মাইকেলেঞ্জেলো।

✬প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কি?
উত্তর: প্রিটোরিয়া (নির্বাহী), কেপ টাউন (বিধানসভা), এবং ব্লুমফন্টেইন (বিচারিক)।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম পাখির নাম কী?
উত্তরঃ উটপাখি।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কোকো উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: আইভরি কোস্ট।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: আফ্রিকার সাহারা মরুভূমি।

✬প্রশ্ন:ইতালির রাজধানী শহরের নাম কি?
উত্তরঃ রোম।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মাছের নাম কি?
উত্তর: তিমি হাঙর।

✬প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল?
উত্তর: 1945 সালে।


✬প্রশ্ন:পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী কি?
উত্তরঃ হিমালয়।

✬প্রশ্ন:কোন দেশটি ইউরোপ এবং এশিয়া উভয় দেশেই অবস্থিত?
উত্তরঃ রাশিয়া।

✬প্রশ্ন: নিউ ইয়র্ক সিটির বিখ্যাত রাস্তার নাম কি যেটি থিয়েটার এবং উজ্জ্বল আলোর জন্য পরিচিত?
উত্তরঃ ব্রডওয়ে

✬প্রশ্ন: সোনার রাসায়নিক প্রতীক কি?
উত্তর: Au

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল

✬প্রশ্ন: টেলিফোন কে আবিস্কার করেন?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।

✬প্রশ্ন: কানাডার রাজধানী শহরের নাম কি?
উত্তরঃ অটোয়া।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী?
উত্তর: লবণাক্ত পানির কুমির।

✬প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে বেশি রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: আইভরি কোট।

✬প্রশ্ন: ইথিওপিয়ার রাজধানী শহরের নাম কি?
উত্তরঃ আদ্দিস আবাবা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কী?
উত্তরঃ বুর্জ খলিফা।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি?
উত্তরঃ র‍্যাফলেসিয়া।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি জলপাই উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ স্পেন।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম শিকারী মাছের নাম কি?
উত্তর: দুর্দান্ত সাদা হাঙর।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি আনারস উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: কোস্টারিকা।

✬প্রশ্ন: চিলির রাজধানী শহরের নাম কি?
উত্তরঃ সান্তিয়াগো।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।

✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
উত্তর: ভিক্টোরিয়া জলপ্রপাত।

✬প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের আবাসস্থল কোন দেশে?
উত্তরঃ ভেনিজুয়েলা।




বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জীবনানন্দ দাশের কষ্টের কবিতা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম জীবনানন্দ দাশের কবিতার লাইন জীবনানন্দ দাশের রোমান্টিক কবিতা pdf জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন

  সময়ের কাছে সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ’লে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে আজকের প...