বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর ।। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন pdf, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন

 



ভিডিও ভালো করে দেখুন 👇





সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো

বিষয়: বাংলা (২৫ নম্বর)

১. সন্ধি বিচ্ছেদ করুন: ক) অত্যন্ত = অতি + অন্ত খ) মহোৎসব = মহা + উৎসব গ) গবেষণা = গো + এষণা

২. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন: ক) পকেটমার = পকেট মারে যে (উপপদ তৎপুরুষ) খ) শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস) গ) তেমাথা = তিন মাথার সমাহার (দ্বিগু সমাস)

৩. এক কথায় প্রকাশ করুন: ক) যার কোনো উপায় নেই = নিরুপায় খ) যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব গ) যা সহজে লাভ করা যায় = সুলভ

৪. শুদ্ধ বানান লিখুন: ক) মুমূর্ষু খ) ন্যূনতম গ) দুর্নীতি

৫. বিপরীত শব্দ লিখুন: ক) আকর্ষণ = বিকর্ষণ খ) অন্যায় = ন্যায় গ) অমৃত = গরল / বিষ

বিষয়: ইংরেজি (২৫ নম্বর)

৬. Fill in the blanks with appropriate prepositions: a) He is good at mathematics. b) I am waiting for the bus. c) The train arrived exactly on time.

৭. Rewrite the following sentences using the correct form of the verb (Right Form of Verbs): a) If I were a bird, I would fly. b) He speaks as if he knew everything. c) It is high time we changed our bad habits.

৮. Make sentences with the following idioms and phrases: a) At all: I don't like it at all. b) Call a spade a spade: You should always call a spade a spade and tell the truth. c) In black and white: Please give me the contract in black and white.

৯. Change the voice of the following sentences: a) A book is being read by the boy. b) He is known to me.

১০. Translate into English: ক) Honest people are always happy. খ) Time and tide wait for none.

ভিডিও ভালো করে দেখুন 👇



বিষয়: গণিত (২৫ নম্বর)

১১. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১২০ - ১০০ = ২০ টাকা। শতকরা লাভ = (২০/১০০) x ১০০% = ২০%। উত্তর: শতকরা ২০% লাভ হবে।

১২. x + y = 5 (i) x - y = 1 (ii) (i) ও (ii) যোগ করে পাই: 2x = 6 x = 3 (i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই: 3 + y = 5 y = 5 - 3 = 2 উত্তর: x = 3, y = 2

১৩. ১৫ জন শ্রমিক কাজটি করে ২০ দিনে। ১ জন শ্রমিক কাজটি করবে (২০ x ১৫) দিনে = ৩০০ দিনে। ১২ জন শ্রমিক কাজটি করবে (৩০০ / ১২) দিনে = ২৫ দিনে। উত্তর: ১২ জন শ্রমিক ২৫ দিনে কাজটি করতে পারবে।

১৪. আয়তাকার মাঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৮০ x ৫০ বর্গমিটার = ৪০০০ বর্গমিটার উত্তর: মাঠটির ক্ষেত্রফল ৪০০০ বর্গমিটার।

১৫. (a + b)^2 এর সূত্রটি হলো:

বিষয়: সাধারণ জ্ঞান (২৫ নম্বর)

১. সৈয়দ মাইনুল হোসেন ২. মেঘনা ৩. ৫:৩ ৪. বরিশাল ৫. তাজউদ্দীন আহমদ ৬. ৬.১৫ কিলোমিটার ৭. ১৯৭২ সালে ৮. ইলিশ ৯. সুন্দরবন ১০. ২৬শে মার্চ ১১. জাপান ১২. ১৯২১ সালে ১৩. বঙ্গবন্ধু-১ ১৪. ১৫৩টি ১৫. ভোলা

আন্তর্জাতিক বিষয়াবলী

১৬. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭. জেনেভা, সুইজারল্যান্ড ১৮. সুইডেন ১৯. জাপান ২০. রাশিয়া ২১. ২১শে ফেব্রুয়ারি ২২. আফ্রিকা ২৩. এশিয়া ২৪. ব্রাসেলস, বেলজিয়াম ২৫. নীলনদ


ভিডিও ভালো করে দেখুন 👇


ভিডিও ভালো করে দেখুন 👇

ভিডিও ভালো করে দেখুন 👇


ভিডিও ভালো করে দেখুন 👇


ভিডিও ভালো করে দেখুন 👇





সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাধারণত পদ ও পরীক্ষার স্তর (লিখিত বা মৌখিক) এর উপর নির্ভর করে। পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক কারিগরি জ্ঞান অন্তর্ভুক্ত থাকতে পারে। বিগত সালের প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য Satt Academy এর মত ওয়েবসাইটগুলি দেখতে পারেন।
লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দেওয়া উচিত:
বাংলা:
ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, বাগধারা, এককথায় প্রকাশ, বিপরীত শব্দ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি ইত্যাদি।
ইংরেজি:
English Grammar, Right forms of verbs, appropriate prepositions, voice change, spelling, synonyms, antonyms, etc.
গণিত:
পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, লাভ-ক্ষতি, সুদকষা ইত্যাদি।
সাধারণ জ্ঞান:
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, খেলাধুলা, সংস্কৃতি, সাম্প্রতিক ঘটনাবলী ইত্যাদি।
প্রাসঙ্গিক কারিগরি জ্ঞান:
পদের প্রকৃতির উপর নির্ভর করে প্রাসঙ্গিক কারিগরি জ্ঞান থাকতে হবে।
পরীক্ষার প্রস্তুতির জন্য, বিগত সালের প্রশ্নপত্রগুলি সমাধান করা এবং সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেয়া গুরুত্বপূর্ণ। এছাড়া, বিভিন্ন অনলাইন পরীক্ষার প্রস্তুতিমূলক সাইট এবং ইউটিউব চ্যানেল থেকেও সহায়তা নেয়া যেতে পারে। ইউটিউব চ্যানেল তে সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্ন সমাধান পাওয়া যায়।


মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র । অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 2025 অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩ pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান

 ভিডিও ভালো করে দেখুন



অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র

বাংলা (১০ নম্বর)

১. এককথায় প্রকাশ করুন (যে কোনো দুটি): ক) যার শত্রু জন্মায়নি - অজাতশত্রু খ) যা সহজে লাভ করা যায় না - দুর্লভ গ) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন

২. বিপরীত শব্দ লিখুন (যে কোনো দুটি): ক) সজল - নির্জল খ) কৃত্রিম - স্বাভাবিক / প্রাকৃতিক গ) আবির্ভাব - তিরোভাব

৩. শুদ্ধ বানান লিখুন (যে কোনো দুটি): ক) স্বত্বাধিকারী - সত্ত্বাধিকারী খ) উচ্ছাস - উচ্ছ্বাস গ) আকাঙ্ক্ষা - আকাঙ্ক্ষা (শুদ্ধ)

৪. বাক্য রচনা করুন (যে কোনো একটি): ক) অরণ্যে রোদন - তোমার এ কথা বলা অরণ্যে রোদনের মতোই ব্যর্থ। খ) হাতেখড়ি - আগামী মাসে আমার ছোট ভাইয়ের হাতেখড়ি হবে।


ইংরেজি (১০ নম্বর)

১. Fill in the blanks with the correct form of the verb (যে কোনো দুটি): ক) He goes to school every day. খ) I am reading a book now. গ) They played football yesterday.

২. Write the opposite gender of the following words (যে কোনো দুটি): ক) Sir - Madam খ) Lion - Lioness গ) King - Queen

৩. Translate into English (যেকোনো একটি): ক) তিনি একজন শিক্ষক। - He is a teacher. খ) আমি ভাত খাই। - I eat rice.

৪. Make a sentence with the following words (যেকোনো একটি): ক) Beautiful - She has a beautiful voice. খ) Important - Education is very important for life.





গণিত (১০ নম্বর)

১. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গ মিটার।

২. একটি কলম ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করলে, শতকরা কত লাভ হয়? উত্তর: লাভ = টাকা। শতকরা লাভ =

৩. ৫টি সংখ্যার গড় ২০ হলে, সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর: সংখ্যাগুলোর যোগফল =

৪. একটি কাজ ১০ জন লোক ২০ দিনে করতে পারে। ওই কাজ ২৫ জন লোক কত দিনে করতে পারবে? উত্তর: ১০ জন লোক কাজ করে ২০ দিনে। ১ জন লোক কাজ করবে দিনে। ২৫ জন লোক কাজ করবে দিনে।

৫. সরল করুন: উত্তর:


সাধারণ জ্ঞান (১০ নম্বর)

১. বাংলাদেশের রাজধানীর নাম কী? উত্তর: ঢাকা।

২. বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? উত্তর: ইলিশ।

৩. ঢাকা জেলা গঠিত হয় কত সালে? উত্তর: ১৭৭২ সালে।

৪. বাংলাদেশের রাষ্ট্রপতি কে? উত্তর: মোঃ সাহাবুদ্দিন।

৫. সুন্দরবন কোন দুটি জেলায় অবস্থিত? উত্তর: খুলনা ও বাগেরহাট।

৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? উত্তর: ৩৫০টি (৩০০টি নির্বাচিত এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন)।

৭. বাংলাদেশের কোন জেলাকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়? উত্তর: নারায়ণগঞ্জ।

৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর: ২১শে ফেব্রুয়ারি।

৯. কম্পিউটারের জনক কে? উত্তর: চার্লস ব্যাবেজ।

১০. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? উত্তর: মেঘনা।
















শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ডিসি অফিসে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৫, ডিসি অফিসে নিয়োগ পরীক্ষার প্রশ্ন অফিস সহায়ক

 


ভিডিও ভালো করে দেখুন









প্রশ্নপত্রটির সমাধান নিচে দেওয়া হলো।


বাংলা (১০ নম্বর)
১. এক কথায় প্রকাশ:
ক) যা দমন করা যায় না - অদম্য
খ) যার কোন শত্রু জন্মায়নি - অজাতশত্রু

২. কারক ও বিভক্তি নির্ণয়:
ক) বাঘে মহিষে এক ঘাটে জল খায়। - কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ) বাবাকে চিঠি লিখ। - কর্মকারকে ২য়া বিভক্তি

৩. সঠিক বানান:
ক) সামীচীন
খ) মুমূর্ষু

৪. গ্রন্থ ও রচয়িতা:
ক) 'রাজা ও রাণী' - রবীন্দ্রনাথ ঠাকুর
খ) 'গীতাঞ্জলি' - রবীন্দ্রনাথ ঠাকুর

ইংরেজি (১০ নম্বর)
১. Fill in the blanks:
a) He is good at mathematics.
b) He died of cholera.

২. Correct the sentences:
a) He is senior to me.
b) I read the book yesterday.

৩. Synonym:
a) Vain - Useless, Fruitless
b) Brave - Courageous, Bold

৪. Antonym:
a) Artificial - Natural
b) Active - Inactive, Lazy

গণিত (১৫ নম্বর)
১. লাভের হিসাব:
ক্রয়মূল্য = ২৫০ টাকা, বিক্রয়মূল্য = ৩০০ টাকা।
লাভ = ৩০০ - ২৫০ = ৫০ টাকা।
লাভের শতকরা হার = (৫০/২৫০)×১০০%=২০%
উত্তর: ২০% লাভ হবে।

২. সুদের হিসাব:
এখানে, আসল (P) = ১২০০ টাকা, সুদের হার (R) = ১০%, সুদ (I) = ৪৮০ টাকা।
সময় (T) = ?
আমরা জানি, I=(P×R×T)/১০০
বা, ৪৮০=(১২০০×১০×T)/১০০
বা, ৪৮০=১২০×T
বা, T=৪৮০/১২০=৪
উত্তর: ৪ বছরে সুদ ৪৮০ টাকা হবে।

৩. মান নির্ণয়:
দেওয়া আছে, x+y=৫ এবং x−y=৩।
আমরা জানি, xy=((x+y)

−(x−y)

)/৪
বা, xy=((৫)

−(৩)

)/৪
বা, xy=(২৫−৯)/৪
বা, xy=১৬/৪=৪
উত্তর: xy এর মান ৪।

৪. কোণের মান:
ত্রিভুজের তিনটি কোণের যোগফল = ১৮০°।
অনুপাতগুলোর যোগফল = ২+৩+৪=৯।
প্রথম কোণ = (২/৯)×১৮০=৪০°
দ্বিতীয় কোণ = (৩/৯)×১৮০=৬০°
তৃতীয় কোণ = (৪/৯)×১৮০=৮০°
উত্তর: কোণ তিনটি হলো ৪০°, ৬০° এবং ৮০°।

সাধারণ জ্ঞান (১৫ নম্বর)
১. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হতে হলে সর্বনিম্ন ২৫ বছর বয়স হতে হবে।

২. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

৩. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

৪. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।






সোমবার, ৪ আগস্ট, ২০২৫

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 2025 অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩ pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৫ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq

 

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq

সময়ঃ ১ ঘন্টা  মার্কঃ ৪০

(কে কত পেলেন কমেন্ট করে জানাবেন)

. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?

 

) ১৯৭১ সালের ২৬ মার্চ

) ১৯৭১ সালের মার্চ

) ১৯৭১ সালের মার্চ

) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কে পাঠ করেন?

) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

) এম. . হান্নান

) সৈয়দ নজরুল ইসলাম

) তাজউদ্দীন আহমদ

. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

) চট্টগ্রাম

) রাঙ্গামাটি

) সিলেট

) ময়মনসিংহ

. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

) আম

) কাঁঠাল

) লিচু

) পেঁপে

. সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে কবে?

) ১৯৯৭ সালে

) ১৯৯৮ সালে

) ১৯৯৯ সালে

) ২০০০ সালে

. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?

) ৩০০টি

) ৩৫০টি

) ৩৩০টি

) ৩২০টি

. বাংলাদেশের বর্তমান সংবিধানের কতটি সংশোধনী হয়েছে?

) ১৫টি

) ১৬টি

) ১৭টি

) ১৮টি

. বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

) ১৯৭১ সালের ২৬ মার্চ

) ১৯৭২ সালের নভেম্বর

) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

) ১৯৭২ সালের মার্চ

. বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর রচয়িতা কে?

) কাজী নজরুল ইসলাম

) রবীন্দ্রনাথ ঠাকুর

) লালন শাহ

) ডি.এল. রায়

১০. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?

) কেওক্রাডং

) তাজিংডং (বিজয়)

) চিম্বুক

) গারো পাহাড়

 

. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?

) ৪৯টি

) ৫০টি

) ৫১টি

) ৫২টি

. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

) হিমালয় (হিম+আলয়)

) দিগন্ত (দিক+অন্ত)

) সংবাদ (সম+বাদ)

) সংসার (সম+সার)

. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

) শশী

) তিমির

) রবি

) নীলাম্বর

. কোন বানানটি শুদ্ধ?

) মন্ত্রীত্ব

) মন্ত্রিত্ব

) মন্ত্রিত্য

) মন্রিত

 

. 'সন্ধি' শব্দের বিপরীত শব্দ কোনটি?

) বিচ্ছেদ

) সংযোগ

) মিলন

) বিচ্ছেদন

 

. 'গাড়ি চলে'—এখানে 'চলে' কোন ক্রিয়ার উদাহরণ?

) সকর্মক ক্রিয়া

) অকর্মক ক্রিয়া

) যৌগিক ক্রিয়া

) প্রযোজক ক্রিয়া

 

. 'যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়'—এটি কোন ধরনের বাক্য?

) সরল বাক্য

) যৌগিক বাক্য

) মিশ্র বাক্য

) জটিল বাক্য

. 'কঠিন' শব্দের সঠিক বিশেষ্য পদ কোনটি?

) কষ্ট

) কাঠিন্য

) কঠোরতা

) কঠিনতা

 

 

. কোন শব্দটি তৎসম শব্দ?

) চন্দ্র

) চাঁদ

) ভাত

) হাত

 

১০. 'প্রাতরাশ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?

) প্রাতঃ+আশ

) প্রাতঃ+রাশ

) প্রাতঃ+আরশ

) প্রাত+রাশ

 

গণিত

. ৬০ এবং ৮০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (.সা.গু.) কত?

) ২০

) ৩০

) ৪০

) ৫০

 

. কোনো দ্রব্যের ক্রয়মূল্য ১২০ টাকা এবং বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে শতকরা কত লাভ হবে?

) ২৫%

) ২০%

) ৩০%

) ৩৫%

 

. থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে?

) ১৫

) ১২

) ১০

) ১৬

 

. একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

) ৪০ বর্গমিটার

) ১০০ বর্গমিটার

) ২০ বর্গমিটার

) ৫০ বর্গমিটার

 

. , , , এবং ১০ এর গড় কত?

) .

)

) .

)

 

. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ সেমি হলে, তার পরিসীমা কত?

) ৩০ সেমি

) ৩৪ সেমি

) ৩৫ সেমি

) ৪৪ সেমি

 

. কোন সংখ্যার / অংশ ১৬ এর সমান?

) ২৪

) ৩২

) ১৮

) ২৬

 

. একটি ঘড়িতে সকাল ৮টা বাজে। যদি ঘড়িটি প্রতিটি ঘন্টায় ১০ সেকেন্ড করে দ্রুত চলে, তবে ১৫ ঘন্টা পর ঘড়িটিতে কটা বাজবে?

) ১১টা মিনিট ৩০ সেকেন্ড

) ১১টা মিনিট

) ১১টা মিনিট ৫০ সেকেন্ড

) ১১টা মিনিট ৩০ সেকেন্ড

 

. ১০% সরল সুদে ৬০০ টাকার বছরের সুদ কত?

) ১৮০ টাকা

) ১৬০ টাকা

) ১৮০.৫০ টাকা

) ২০০ টাকা

 

১০. একটি সংখ্যাকে দ্বারা ভাগ করলে ভাগফল ১০ এবং ভাগশেষ হয়। সংখ্যাটি কত?

) ৫৩

) ৪৩

) ৪৭

) ৬৩

 

1. What is the synonym of the word 'Eminent'?

a) Obscure

b) Prominent

c) Minor

d) Unknown

2. Which of the following is the antonym of 'Flexible'?

a) Rigid

b) Pliable

c) Supple

d) Elastic

 

3. Choose the correct spelling.

a) Recieve

b) Receive

c) Receve

d) Recievee

 

4. The phrase 'at a stretch' means:

a) To stretch a rubber band

b) Without a break

c) To be flexible

d) To reach a certain point

 

5. He has been suffering from fever ________ three days.

a) for

b) since

c) from

d) in

 

6. The passive form of "He wrote a letter" is:

a) A letter was written by him.

b) A letter is written by him.

c) A letter has been written by him.

d) A letter is being written by him.

 

7. 'He is a man of letters' means:

a) He is a postman.

b) He is a famous writer.

c) He is a journalist.

d) He is a scholar.

 

8. What is the verb form of 'ability'?

a) Able

b) Enable

c) Ably

d) Ability

 

 

9. The committee has arrived ________ a decision.

a) to

b) at

c) with

d) on

 

10. 'Curriculum Vitae' is a Latin phrase. What is its English meaning?

a) Course of life

b) Short story

c) Long journey

d) Life and death

 

**********************

উত্তরপত্র দেখুন লিংকেঃ https://sufomview.blogspot.com/2025/08/mcq-2025-pdf-pdf-pdf-mcq.html

****************************

(কে কত পেলেন কমেন্ট করে জানাবেন)

 

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান pdf

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৫

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq উত্তরপত্র।। অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 2025 অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৫ অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq

 ভিডিও ভালো করে দেখুন




১. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?

ক) ১৯৭১ সালের ২৬ মার্চ
খ) ১৯৭১ সালের ৭ মার্চ
গ) ১৯৭১ সালের ২ মার্চ
ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
২. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কে পাঠ করেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) এম. এ. হান্নান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) তাজউদ্দীন আহমদ
৩. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
ক) চট্টগ্রাম
খ) রাঙ্গামাটি
গ) সিলেট
ঘ) ময়মনসিংহ
৪. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক) আম
খ) কাঁঠাল
গ) লিচু
ঘ) পেঁপে

ভিডিও ভালো করে দেখুন

নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন


৫. সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে কবে?

ক) ১৯৯৭ সালে
খ) ১৯৯৮ সালে
গ) ১৯৯৯ সালে
ঘ) ২০০০ সালে
৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
ক) ৩০০টি
খ) ৩৫০টি
গ) ৩৩০টি
ঘ) ৩২০টি
৭. বাংলাদেশের বর্তমান সংবিধানের কতটি সংশোধনী হয়েছে?
ক) ১৫টি
খ) ১৬টি
গ) ১৭টি
ঘ) ১৮টি
৮. বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
ক) ১৯৭১ সালের ২৬ মার্চ
খ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ঘ) ১৯৭২ সালের ৭ মার্চ
৯. বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) লালন শাহ
ঘ) ডি.এল. রায়
১০. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
ক) কেওক্রাডং
খ) তাজিংডং (বিজয়)
গ) চিম্বুক
ঘ) গারো পাহাড়






১. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?
ক) ৪৯টি
খ) ৫০টি
গ) ৫১টি
ঘ) ৫২টি
২. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) হিমালয় (হিম+আলয়)
খ) দিগন্ত (দিক+অন্ত)
গ) সংবাদ (সম+বাদ)
ঘ) সংসার (সম+সার)
৩. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) শশী
খ) তিমির
গ) রবি
ঘ) নীলাম্বর
৪. কোন বানানটি শুদ্ধ?
ক) মন্ত্রীত্ব
খ) মন্ত্রিত্ব
গ) মন্ত্রিত্য
ঘ) মন্রিত

৫. 'সন্ধি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বিচ্ছেদ
খ) সংযোগ
গ) মিলন
ঘ) বিচ্ছেদন

৬. 'গাড়ি চলে'—এখানে 'চলে' কোন ক্রিয়ার উদাহরণ?
ক) সকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) প্রযোজক ক্রিয়া

৭. 'যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়'—এটি কোন ধরনের বাক্য?
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) জটিল বাক্য
৮. 'কঠিন' শব্দের সঠিক বিশেষ্য পদ কোনটি?
ক) কষ্ট
খ) কাঠিন্য
গ) কঠোরতা
ঘ) কঠিনতা


৯. কোন শব্দটি তৎসম শব্দ?
ক) চন্দ্র
খ) চাঁদ
গ) ভাত
ঘ) হাত

১০. 'প্রাতরাশ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
ক) প্রাতঃ+আশ
খ) প্রাতঃ+রাশ
গ) প্রাতঃ+আরশ
ঘ) প্রাত+রাশ







গণিত
১. ৬০ এবং ৮০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) কত?
ক) ২০
খ) ৩০
গ) ৪০
ঘ) ৫০

২. কোনো দ্রব্যের ক্রয়মূল্য ১২০ টাকা এবং বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে শতকরা কত লাভ হবে?
ক) ২৫%
খ) ২০%
গ) ৩০%
ঘ) ৩৫%

৩. ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে?
ক) ১৫
খ) ১২
গ) ১০
ঘ) ১৬

৪. একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
ক) ৪০ বর্গমিটার
খ) ১০০ বর্গমিটার
গ) ২০ বর্গমিটার
ঘ) ৫০ বর্গমিটার

৫. ৬, ৭, ৮, ৯ এবং ১০ এর গড় কত?
ক) ৭.৫
খ) ৮
গ) ৮.৫
ঘ) ৯

৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৫ সেমি হলে, তার পরিসীমা কত?
ক) ৩০ সেমি
খ) ৩৪ সেমি
গ) ৩৫ সেমি
ঘ) ৪৪ সেমি

৭. কোন সংখ্যার ২/৩ অংশ ১৬ এর সমান?
ক) ২৪
খ) ৩২
গ) ১৮
ঘ) ২৬

৮. একটি ঘড়িতে সকাল ৮টা বাজে। যদি ঘড়িটি প্রতিটি ঘন্টায় ১০ সেকেন্ড করে দ্রুত চলে, তবে ১৫ ঘন্টা পর ঘড়িটিতে কটা বাজবে?
ক) ১১টা ২ মিনিট ৩০ সেকেন্ড
খ) ১১টা ৩ মিনিট
গ) ১১টা ২ মিনিট ৫০ সেকেন্ড
ঘ) ১১টা ৩ মিনিট ৩০ সেকেন্ড

৯. ১০% সরল সুদে ৬০০ টাকার ৩ বছরের সুদ কত?
ক) ১৮০ টাকা
খ) ১৬০ টাকা
গ) ১৮০.৫০ টাকা
ঘ) ২০০ টাকা

১০. একটি সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ১০ এবং ভাগশেষ ৩ হয়। সংখ্যাটি কত?
ক) ৫৩
খ) ৪৩
গ) ৪৭
ঘ) ৬৩

1. What is the synonym of the word 'Eminent'?
a) Obscure
b) Prominent
c) Minor
d) Unknown
2. Which of the following is the antonym of 'Flexible'?
a) Rigid
b) Pliable
c) Supple
d) Elastic

3. Choose the correct spelling.
a) Recieve
b) Receive
c) Receve
d) Recievee

4. The phrase 'at a stretch' means:
a) To stretch a rubber band
b) Without a break
c) To be flexible
d) To reach a certain point

5. He has been suffering from fever ________ three days.
a) for
b) since
c) from
d) in

6. The passive form of "He wrote a letter" is:
a) A letter was written by him.
b) A letter is written by him.
c) A letter has been written by him.
d) A letter is being written by him.

7. 'He is a man of letters' means:
a) He is a postman.
b) He is a famous writer.
c) He is a journalist.
d) He is a scholar.

8. What is the verb form of 'ability'?
a) Able
b) Enable
c) Ably
d) Ability


9. The committee has arrived ________ a decision.
a) to
b) at
c) with
d) on

10. 'Curriculum Vitae' is a Latin phrase. What is its English meaning?
a) Course of life
b) Short story
c) Long journey
d) Life and death

উত্তরপত্রঃ

ভিডিও ভালো করে দেখুন


উত্তরপত্রঃ

  • সঠিক উত্তর: গ) ১৯৭১ সালের ২ মার্চ
  • সঠিক উত্তর: খ) এম. এ. হান্নান
  • সঠিক উত্তর: খ) রাঙ্গামাটি
  • সঠিক উত্তর: খ) কাঁঠাল
  • সঠিক উত্তর: ক) ১৯৯৭ সালে
  • সঠিক উত্তর: খ) ৩৫০টি
  • সঠিক উত্তর: গ) ১৭টি
  • সঠিক উত্তর: খ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
  • সঠিক উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • সঠিক উত্তর: খ) তাজিংডং (বিজয়)
  • সঠিক উত্তর: খ) ৫০টি
  • সঠিক উত্তর: ক) হিমালয় (হিম+আলয়)
  • সঠিক উত্তর: গ) রবি
  • সঠিক উত্তর: খ) মন্ত্রিত্ব
  • সঠিক উত্তর: ক) বিচ্ছেদ
  • সঠিক উত্তর: খ) অকর্মক ক্রিয়া
  • সঠিক উত্তর: গ) মিশ্র বাক্য
  • সঠিক উত্তর: খ) কাঠিন্য
  • সঠিক উত্তর: ক) চন্দ্র
  • সঠিক উত্তর: ক) প্রাতঃ+আশ
  • সঠিক উত্তর: ক) ২০
  • সঠিক উত্তর: ক) ২৫%
  • সঠিক উত্তর: ক) ১৫
  • সঠিক উত্তর: খ) ১০০ বর্গমিটার
  • সঠিক উত্তর: খ) ৮
  • সঠিক উত্তর: খ) ৩৪ সেমি
  • সঠিক উত্তর: ক) ২৪
  • সঠিক উত্তর: গ) ১১টা ২ মিনিট ৩০ সেকেন্ড
  • সঠিক উত্তর: ক) ১৮০ টাকা
  • সঠিক উত্তর: ক) ৫৩
  • Correct Answer: b) Prominent
  • Correct Answer: a) Rigid
  • Correct Answer: b) Receive
  • Correct Answer: b) Without a break
  • Correct Answer: a) for
  • Correct Answer: a) A letter was written by him.
  • Correct Answer: d) He is a scholar.
  • Correct Answer: b) Enable
  • Correct Answer: b) at
  • Correct Answer: a) Course of life

  • ভিডিও ভালো করে দেখুন

ভিডিও ভালো করে দেখুন


ভিডিও ভালো করে দেখুন

নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

ভিডিও ভালো করে দেখুন

ভিডিও ভালো করে দেখুন

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন

ভিডিও ভালো করে দেখুন

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর ।। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন pdf, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫, স্বাস্থ্য সহকারী বিগত সালের প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন

  ভিডিও ভালো করে দেখুন 👇 সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হলো বিষয়: বাংলা (২৫ নম্বর) ১. সন্ধি বিচ্ছেদ করুন...