শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || গণপূর্ত অধিদপ্তর হিসাব সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন || গণপূর্ত অধিদপ্তর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ||

 

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, সাজেশন, বিগত সালের প্রশ্ন, সিলেবাস নিয়ে আলোচনা করা হলো।

ভিডিও ভালো করে দেখুন



গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ১. ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক) সাম্যবাদী খ) অগ্নিবীণা গ) দোলনচাঁপা ঘ) বিষের বাঁশি ২. ‘পদ্ধতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পদ + হতি খ) পৎ + হতি গ) পদ + ধতি ঘ) পদ্ + ধতি ৩. ‘আগুন’–এর সমার্থক শব্দ কোনটি? ক) অনল খ) অংশু গ) প্রভা ঘ) তিমির ৪. ‘যা পূর্বে দেখা যায়নি’—এক কথায় কী হবে? ক) ভূতপূর্ব খ) অদৃষ্টপূর্ব গ) অপূর্ব ঘ) দৃষ্টপূর্ব ৫. শুদ্ধ বানান কোনটি? ক) মুমুর্ষু খ) মুমূর্ষু গ) মূমুর্ষু ঘ) মুমুর্ষূ ৬. ‘ক্রিয়া পদের মূল অংশকে’ কী বলা হয়? ক) যতি খ) ধাতু গ) প্রকৃতি ঘ) প্রত্যয় ৭. ‘গোঁফ খেজুরে’—বাগধারাটির অর্থ কী? ক) আরামপ্রিয় খ) নিতান্ত অলস গ) ভোজন রসিক ঘ) চালাক ৮. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ক) শ্রীকৃষ্ণকীর্তন খ) চর্যাপদ গ) বৈষ্ণব পদাবলী ঘ) মহাভারত ৯. ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’—তাকে এক কথায় কী বলে? ক) প্রোষিতভর্তৃকা খ) অনূঢ়া গ) খণ্ডিতা ঘ) স্বামীহীনা ১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ক) ১৯১১ সালে খ) ১৯১৩ সালে গ) ১৯২১ সালে ঘ) ১৯৩০ সালে 11. Which one is the correct spelling? ক) Committe খ) Committee গ) Comittee ঘ) Comittey 12. He died ____ cholera. ক) by খ) from গ) of ঘ) for 13. What is the synonym of 'Competent'? ক) Capable খ) Stupid গ) Angry ঘ) Poor 14. 'The cat is fond of milk.'—বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি? ক) বিড়াল দুধ পান করে খ) বিড়াল দুধ পছন্দ করে গ) বিড়াল দুধের ভক্ত ঘ) বিড়াল দুধের পোকা 15. Which is the noun form of 'Believe'? ক) Belief খ) Believable গ) Believed ঘ) Believing 16. Choose the correct sentence: ক) I have seen him yesterday. খ) I saw him yesterday. গ) I had seen him yesterday. ঘ) I was seen him yesterday. 17. 'Cats and dogs' means— ক) Pet animals খ) Enemies গ) Heavy rain ঘ) Friends 18. The antonym of 'Honest' is— ক) Inhonest খ) Dishonest গ) Unhonest ঘ) Non-honest 19. Put the correct article: He is ___ One-eyed man. ক) a খ) an গ) the ঘ) No article 20. Passive voice of "Open the door": ক) The door is opened. খ) Let the door be opened. গ) Let the door opened. ঘ) Let open the door. ২১. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ক) ২ টি খ) ৩ টি গ) ৪ টি ঘ) ৫ টি ২২. একটি কলম ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ক) ১০% খ) ১৫% গ) ২০% ঘ) ২৫% ২৩. $a + b = 5$ এবং $a - b = 3$ হলে, $ab$ এর মান কত? ক) 2 খ) 3 গ) 4 ঘ) 5 ২৪. সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ— ক) সূক্ষ্মকোণ খ) স্থূলকোণ গ) সরলকোণ ঘ) সম্পূরক কোণ ২৫. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩। পুত্রের বয়স ১২ বছর হলে পিতার বয়স কত? ক) ৩৬ বছর খ) ৪০ বছর গ) ৪২ বছর ঘ) ৪৮ বছর ২৬. ০.১ $\times$ ০.০১ $\times$ ০.০০১ = কত? ক) ০.০০০১ খ) ০.০০০০০১ গ) ০.০০০০১ ঘ) ০.০০১ ২৭. ১০০ টাকায় ১ বছরে ৫ টাকা সুদ হলে, ৫০০ টাকায় ৫ বছরে কত টাকা সুদ হবে? ক) ১০০ টাকা খ) ১২৫ টাকা গ) ১৫০ টাকা ঘ) ২০০ টাকা ২৮. কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল ৬০ হয়। সংখ্যাটি কত? ক) ১৫০ খ) ২০০ গ) ২৫০ ঘ) ৩০০ ২৯. ১ ইঞ্চি = কত সেন্টিমিটার? ক) ২.৫৪ সে.মি. খ) ২.৪০ সে.মি. গ) ১.৫৪ সে.মি. ঘ) ৩.৫৪ সে.মি. ৩০. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? ক) ২২/৭ খ) ৭/২২ গ) ১/২ ঘ) ৩/২ ৩১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ক) ৯টি খ) ১০টি গ) ১১টি ঘ) ৭টি ৩২. 'মুজিবনগর' কোন জেলায় অবস্থিত? ক) কুষ্টিয়া খ) চুয়াডাঙ্গা গ) মেহেরপুর ঘ) ঝিনাইদহ ৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? ক) জয়নুল আবেদীন খ) কামরুল হাসান গ) হাশেম খান ঘ) মোস্তফা মনোয়ার ৩৪. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ক) ৪.৮ কি.মি. খ) ৫.১৫ কি.মি. গ) ৬.১৫ কি.মি. ঘ) ৬.০৫ কি.মি. ৩৫. কম্পিউটার বা আইসিটিতে 'RAM' এর পূর্ণরূপ কী? ক) Read Access Memory খ) Random Access Memory গ) Read And Memory ঘ) Random Active Memory ৩৬. মানুষের শরীরে হাড়ের সংখ্যা কতটি (পূর্ণবয়স্ক)? ক) ২০৬ টি খ) ২০৮ টি গ) ৩০৬ টি ঘ) ২১৬ টি ৩৭. ভুটানের রাজধানীর নাম কী? ক) মালে খ) থিম্পু গ) কাঠমান্ডু ঘ) কলম্বো ৩৮. ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? ক) চতুর্থ খ) পঞ্চম গ) ষষ্ঠ ঘ) সপ্তম ৩৯. কোনটি ইনপুট ডিভাইস? ক) মনিটর খ) প্রিন্টার গ) স্পিকার ঘ) কি-বোর্ড ৪০. বিশ্বকাপ ফুটবল ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? ক) ইউরোপ খ) এশিয়া গ) উত্তর আমেরিকা ঘ) দক্ষিণ আমেরিকা



বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

 ভিডিওটি ভালো করে দেখুন 


DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question ||  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য
যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

 

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান

অফিস সহায়ক পরীক্ষার বই pdf

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাধারণত বাংলা ও ইংরেজি ভাষা, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে |

অফিস সহায়ক পদের পরীক্ষায় সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে: তাই নিম্নলিখিত টপিক গুলা একটু ভালো করে দেখে যাবেন |

বিষয়সমূহ

বাংলা: ব্যাকরণ (সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, প্রকৃতি-প্রত্যয়), সাহিত্য (লেখক ও সাহিত্যকর্ম), বানান ও বাক্য শুদ্ধি, বাগধারা ও এক কথায় প্রকাশ ইত্যাদি।

ইংরেজি: গ্রামার (Tense, Voice, Narration, Parts of Speech, Preposition), Vocabulary (Synonyms, Antonyms, Idioms and Phrases), Translation এবং Comprehension।

গণিত:

পাটিগণিত: লসাগু, গসাগু, গড়, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত ও সমানুপাত।

বীজগণিত: সাধারণ বীজগণিতীয় সূত্রাবলী ও সমাধান।

জ্যামিতি: রেখা, কোণ, ক্ষেত্রফল, পরিধি সম্পর্কিত প্রাথমিক ধারণা।

সাধারণ জ্ঞান:

বাংলাদেশ বিষয়াবলি: ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, এবং সাম্প্রতিক ঘটনাবলী।

আন্তর্জাতিক বিষয়াবলি: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস ও ভূগোল, এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী।

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 

অফিস সহায়ক লিখিত পরীক্ষার মডেল প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র দেওয়া হলো।

 

১. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন

ক) 'সাক্ষীগোপাল' বাগধারাটির অর্থ কী?

খ) 'স্বাধীনতা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ লিখুন।

গ) 'গৃহী' শব্দের বিপরীত শব্দ লিখুন।

ঘ) 'সূর্য' শব্দের দুটি প্রতিশব্দ লিখুন।

ঙ) 'জলের অভাব' – এক কথায় প্রকাশ করুন।

চ) 'মহাকীর্তি' কোন সমাস?

২. যেকোনো দুটি বাক্য শুদ্ধ করে লিখুন

ক) আমি সাক্ষী প্রদান করিলাম।

খ) কেবলমাত্র তিনটি উপায় আছে।

৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন

খ. ইংরেজি (পূর্ণমান: ২০)

৪. Fill in the blanks with appropriate Preposition (যে কোনো চারটি)

a) He is fond --- music.

b) I prefer tea --- coffee.

c) She agreed -- my proposal.

d) The man died -- malaria.

e) Divide the mangoes --- the two brothers.

৫. Translate into English (যে কোনো তিনটি):

ক) তারা কি ফুটবল খেলে?

খ) সদা সত্য কথা বলবে।

গ) তিনি একজন সৎ মানুষ।

ঘ) সূর্য পূর্ব দিকে ওঠে।

গ. গণিত ও সাধারণ জ্ঞান (পূর্ণমান: ২০)

৭. যেকোনো তিনটি গাণিতিক সমস্যার সমাধান করুন:

ক) বার্ষিক ৮% সরল সুদে কত বছরে ৬০০ টাকার সুদ ১৯২ টাকা হবে?

খ) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

গ) দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?

৮. যেকোনো আটটি প্রশ্নের উত্তর দিন:

ক) বাংলাদেশের জাতীয় ফল কী?

খ) সুন্দরবন কোন জেলায় অবস্থিত?

গ) বাংলাদেশের সংবিধান দিবস কবে?

ঘ) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?

ঙ) MS Word এ কোনো লেখা কাট করার (Cut) কীবোর্ড শর্টকাট কী কী?

চ) 'বাংলা একাডেমি' কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ছ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

ঝ) ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি?

 

উত্তরপত্র

ক. বাংলা

১. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর:

ক) সাক্ষীগোপাল: নিষ্ক্রিয় দর্শক

খ) স্বাধীনতা: স্ব + অধীনতা।

গ) গৃহী: সন্ন্যাসী বা উদাসী।

ঘ) সূর্য: রবি, ভাস্কর।

ঙ) জলের অভাব: দুষ্প্রাপ্যতা বা দুর্ভিক্ষ।

চ) মহাকীর্তি: মহতী যে কীর্তি, এটি কর্মধারয় সমাস।

২. যেকোনো দুটি বাক্য শুদ্ধ করে লিখুন:

ক) আমি সাক্ষ্য প্রদান করিলাম। (বা, আমি সাক্ষ্য দিলাম)

খ) কেবল তিনটি উপায় আছে। (বা, মাত্র তিনটি উপায় আছে)

খ. ইংরেজি

৪. Fill in the blanks with appropriate Preposition:

a) He is fond of music.

b) I prefer tea to coffee.

c) She agreed to my proposal.

d) The man died of malaria.

e) Divide the mangoes between the two brothers.

৫. Translate into English:

ক) তারা কি ফুটবল খেলে? – Do they play football?

খ) সদা সত্য কথা বলবে। – Always speak the truth.

গ) তিনি একজন সৎ মানুষ। – He is an honest man.

ঘ) সূর্য পূর্ব দিকে ওঠে। – The sun rises in the east.

৭. গাণিতিক সমস্যার সমাধান:

ক) সমাধান: উত্তর: ৪ বছর।

খ) সমাধান: ক্ষেত্রফল = ২০ মিটার × ১৫ মিটার = ৩০০ বর্গ মিটার।

গ) সমাধান: উত্তর: ১২০।

৮. সাধারণ জ্ঞান :

ক) বাংলাদেশের জাতীয় ফল কী? – কাঁঠাল

খ) সুন্দরবন কোন জেলায় অবস্থিত? – খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট (প্রধানত)

গ) বাংলাদেশের সংবিধান দিবস কবে? – ৪ নভেম্বর

ঘ) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? – সিপিইউ (CPU)

ঙ) MS Word এ কোনো লেখা কাট করার (Cut) কীবোর্ড শর্টকাট কী কী? – Ctrl + X

চ) 'বাংলা একাডেমি' কোন সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৫ সাল

ছ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? – ১০:৬ বা ৫:৩

ঝ) ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? – এডিস (Aedes) মশা

 

pdf download link👇👇:

https://sufomview.blogspot.com/

🔥

🔥

 

===

for Advertisement: sablushahabuddin@gmail.com

whatsapp number: +8801575071862

===

 

 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

doos doos song lyrcs || translation in Bengali language || Fa9la song translate to english and bangla language

  Ya Akhi Doos, Doos Andi Khosh Fasla Come on, bro, keep it going, keep it going, I’m in a great zone. Ya Akhi Tfooz, Tfooz Wallah Khosh Raq...