রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২৫ , অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস , অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান

 



অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন, প্রস্তুতি, সিলেবাস, সাজেশন, অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস, অফিস সহায়ক পরীক্ষার সাজেশন, অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি, অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন



ডিসি অফিসের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

ডিসি অফিসের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান pdf

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান pdf

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান

অফিস সহায়ক পরীক্ষার বই pdf

অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন mcq

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন pdf

 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥



অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 🔥 সাজেশন 🔥 প্রশ্ন প্যাটার্ন 🔥 সিলেবাস 🔥 বিগত সালের প্রশ্ন

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাধারণত বাংলা ইংরেজি ভাষা, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে |

অফিস সহায়ক পদের পরীক্ষায় সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে: তাই নিম্নলিখিত টপিক গুলা একটু ভালো করে দেখে যাবেন |

বিষয়সমূহ

বাংলা: ব্যাকরণ (সন্ধি, সমাস, কারক বিভক্তি, প্রকৃতি-প্রত্যয়), সাহিত্য (লেখক সাহিত্যকর্ম), বানান বাক্য শুদ্ধি, বাগধারা এক কথায় প্রকাশ ইত্যাদি।

ইংরেজি: গ্রামার (Tense, Voice, Narration, Parts of Speech, Preposition), Vocabulary (Synonyms, Antonyms, Idioms and Phrases), Translation এবং Comprehension

গণিত:

পাটিগণিত: লসাগু, গসাগু, গড়, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত সমানুপাত।

বীজগণিত: সাধারণ বীজগণিতীয় সূত্রাবলী সমাধান।

জ্যামিতি: রেখা, কোণ, ক্ষেত্রফল, পরিধি সম্পর্কিত প্রাথমিক ধারণা।

সাধারণ জ্ঞান:

বাংলাদেশ বিষয়াবলি: ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, এবং সাম্প্রতিক ঘটনাবলী।

আন্তর্জাতিক বিষয়াবলি: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস ভূগোল, এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী।

 

অফিস সহায়ক লিখিত পরীক্ষার মডেল প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র দেওয়া হলো।

 

. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন

) 'সাক্ষীগোপাল' বাগধারাটির অর্থ কী?

) 'স্বাধীনতা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ লিখুন।

) 'গৃহী' শব্দের বিপরীত শব্দ লিখুন।

) 'সূর্য' শব্দের দুটি প্রতিশব্দ লিখুন।

) 'জলের অভাব' – এক কথায় প্রকাশ করুন।

) 'মহাকীর্তি' কোন সমাস?

. যেকোনো দুটি বাক্য শুদ্ধ করে লিখুন

) আমি সাক্ষী প্রদান করিলাম।

) কেবলমাত্র তিনটি উপায় আছে।

. যেকোনো একটি প্রশ্নের উত্তর দিন

. ইংরেজি (পূর্ণমান: ২০)

. Fill in the blanks with appropriate Preposition (যে কোনো চারটি): ( × = )

a) He is fond --- music.

b) I prefer tea --- coffee.

c) She agreed -- my proposal.

d) The man died -- malaria.

e) Divide the mangoes --- the two brothers.

. Translate into English (যে কোনো তিনটি): ( × = )

) তারা কি ফুটবল খেলে?

) সদা সত্য কথা বলবে।

) তিনি একজন সৎ মানুষ।

) সূর্য পূর্ব দিকে ওঠে।

. গণিত সাধারণ জ্ঞান (পূর্ণমান: ২০)

. যেকোনো তিনটি গাণিতিক সমস্যার সমাধান করুন: ( × = ১২)

) বার্ষিক % সরল সুদে কত বছরে ৬০০ টাকার সুদ ১৯২ টাকা হবে?

) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

) দুটি সংখ্যার অনুপাত : এবং তাদের .সা.গু. হলে, সংখ্যা দুটির .সা.গু. কত?

. যেকোনো আটটি প্রশ্নের উত্তর দিন: ( × = )

) বাংলাদেশের জাতীয় ফল কী?

) সুন্দরবন কোন জেলায় অবস্থিত?

) বাংলাদেশের সংবিধান দিবস কবে?

) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?

) MS Word কোনো লেখা কাট করার (Cut) কীবোর্ড শর্টকাট কী কী?

) 'বাংলা একাডেমি' কোন সালে প্রতিষ্ঠিত হয়?

) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?

) ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি?

 

উত্তরপত্র

. বাংলা

. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর:

) সাক্ষীগোপাল: নিষ্ক্রিয় দর্শক

) স্বাধীনতা: স্ব + অধীনতা।

) গৃহী: সন্ন্যাসী বা উদাসী।

) সূর্য: রবি, ভাস্কর।

) জলের অভাব: দুষ্প্রাপ্যতা বা দুর্ভিক্ষ।

) মহাকীর্তি: মহতী যে কীর্তি, এটি কর্মধারয় সমাস।

. যেকোনো দুটি বাক্য শুদ্ধ করে লিখুন:

) আমি সাক্ষ্য প্রদান করিলাম। (বা, আমি সাক্ষ্য দিলাম)

) কেবল তিনটি উপায় আছে। (বা, মাত্র তিনটি উপায় আছে)

 

. ইংরেজি

. Fill in the blanks with appropriate Preposition:

a) He is fond of music.

b) I prefer tea to coffee.

c) She agreed to my proposal.

d) The man died of malaria.

e) Divide the mangoes between the two brothers.

. Translate into English:

) তারা কি ফুটবল খেলে? – Do they play football?

) সদা সত্য কথা বলবে। – Always speak the truth.

) তিনি একজন সৎ মানুষ। – He is an honest man.

) সূর্য পূর্ব দিকে ওঠে। – The sun rises in the east.

. গাণিতিক সমস্যার সমাধান:

) সমাধান: উত্তর: বছর।

) সমাধান: ক্ষেত্রফল = ২০ মিটার × ১৫ মিটার = ৩০০ বর্গ মিটার।

) সমাধান: উত্তর: ১২০।

. সাধারণ জ্ঞান :

) বাংলাদেশের জাতীয় ফল কী? – কাঁঠাল

) সুন্দরবন কোন জেলায় অবস্থিত? – খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট (প্রধানত)

) বাংলাদেশের সংবিধান দিবস কবে? – নভেম্বর

) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? – সিপিইউ (CPU)

) MS Word কোনো লেখা কাট করার (Cut) কীবোর্ড শর্টকাট কী কী? – Ctrl + X

) 'বাংলা একাডেমি' কোন সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৫ সাল

) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? – ১০: বা :

) ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? – এডিস (Aedes) মশা




 

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান pdf, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিলেবাস অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান ২০২৪ খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন জয়কলি অফিস সহকারী কম্পিউটার অপারেটর নিয়োগ সহায়িকা pdf অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ নীতিমালা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন

 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন

(কে কয়টি পেরেছেন কমন্টে করুন)
১. নিচের কোন বানান শুদ্ধ নয়- উর্দ্ধ
২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ
৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? অনাবৃষ্টি
৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ব + ন্ + ধ + ন্
৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে- প্রবণ
৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-একত্রিত
৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- উত্তর
৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি- নগ
১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে- অবীরা
১১. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা- এটি কোন শ্রেণীর বাক্য-সরল বাক্য
১২. কোনটি নিত্য সমাস-জলমাত্র
১৩. রাজার দুয়ারে হাতি বাধা- দুয়ারে পদটি কোন কারক অধিকরণ
১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি-শিশু + ষ্ণ
১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে-অতিশয্য
১৬. সচিব কোন ধরনের শব্দ-পারিভাষিক
১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ-দ্বীপ+অয়ন
১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ- বিশেষভাবে বিশ্লেষণ
১৯. মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ- প্রশ্নে ভুল আছে ( যদি বলতো মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন তাইলে দ্বিকর্মক হতো।
২০. সে নাকি আসবে না- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে- সংশয়
ইংরেজি অংশ সমাধানঃ
২১. A synonym of the word ‘Anguish’? Suffering
২২. My parents always stand —- my decision. by
২৩. Despite his wealth, he remains ——. humble
২৪. How did he come—this expensive watch. to
২৫. An antonym of the word ‘Tedious’ is? Refreshing
২৬. Choose the correctly spelt word. Dilemma
২৭. He does not have ——money to buy a computer. too
২৮. Which word is correctly spelt? Questionnaire
২৯. Students had better——the schedule of the examination. Check
৩০. A synonym for the word ‘Impediment’ is? Barrier
৩১. A stitch in time —- nine. saves
৩২. What is the antonym of Apex? base
৩৩. Which one is singular number? Phenomenon ( phenomena is the plural)
৩৪. The load is too heavy —-carry. to
৩৫. The teacher make the students —-hard. work
গণিত সমাধানঃ
৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি- ২২
৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা লাভ হবে- ৫০%
৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি- ৩৪১
৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে- ৫মি.
৪০. কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না- ৫.৬৬%
৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে-২০
৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত- ৩৯
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ঃ১ হবে।- ৪ গ্রাম
৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়- ১৩/১৭
৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব- ৫,৬,৭
৪৬. ত্রিভুজ ABC এ AC2= AB2+BC2 হলে ∆ABC=? ৯০ ডিগ্রি
৪৭. (a+b)=১২, a-b=২ হলে 2ab=? – ৭০
৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত- ৭৫
৪৯. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ৮ বর্গফুট
৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে- ৩৬
সাধারণ জ্ঞানঃ
৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন-শেরে বাংলা এ কে ফজলুল হক
৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে- চাঁদপুর জেলায়
৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়-৩১তম
৫৪. ইরাটম কী- উন্নত জাতের ধান
৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম-ফ্রান্স
৫৬. Fair Fax কি?- গোয়েন্দা সংস্থা
৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত- মিশর
৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন-শনিবার
৫৯. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া
৬০. মীনা দিবস পালন করা হয়-২৪ সেপ্টেম্বর
৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়-১৯১৯
৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে – রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়
৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে- মিনারেলস
৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি- ৬টি
৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়-৬ টি (ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা, পোলিও এবং হাম)
৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে-২০৬
৬৭. যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল- প্রশ্নে ভুল আছে (সঠিক উত্তর বঙ্গ )
৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল- আরাকান
৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত- ইস্তাম্বুল
৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে- ভুল (মোনায়েম সরকার) । যদি বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন ।
******************************************************************
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বই pdf ( মূল্যঃ 40 টাকা )
যোগাযোগঃ 01575071862 ( whatsapp)
pdf book : 200 pages
200 pages (bangla, english, gk, math + previous question bank with answer) ( CQ PDF )
********************************************************************
*******************************************************************
(কে কয়টি পেরেছেন কমন্টে করুন)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান pdf
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিলেবাস
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন
অফিস সহকারী কম্পিউটার অপারেটর নিয়োগ সহায়িকা pdf
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ বিজ্ঞপ্তি
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ নীতিমালা
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন pdf অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বই pdf অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিলেবাস অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান

 ভিডিও ভালো করে দেখুন👇👇






বাংলা 🇧🇩

১. এক কথায় প্রকাশ: ক. যে বেশি কথা বলে না - মিতভাষী খ. যা সহজে লাভ করা যায় না - দুর্লভ গ. যা বলা হয়নি - অনুক্ত ঘ. শত্রুকে দমন করে যে - শত্রুঘ্ন ঙ. যার দুই হাত সমান চলে - সব্যসাচী

২. সন্ধি বিচ্ছেদ: ক. বিদ্যালয় - বিদ্যা + আলয় খ. পরীক্ষা - পরি + ঈক্ষা গ. হিমালয় - হিম + আলয় ঘ. যথেষ্ট - যথা + ইষ্ট ঙ. নয়ন - নে + অন

৩. বাগধারার অর্থ: ক. শিরে সংক্রান্তি - বিপদের মুখে খ. ইঁদুর কপালে - খুব মন্দ ভাগ্য গ. হাতে চাঁদ পাওয়া - দুর্লভ বস্তু লাভ ঘ. কড়ায় গণ্ডায় - পুরোপুরি, সম্পূর্ণভাবে ঙ. অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন

৪. সঠিক উত্তর: ক. 'বচন' শব্দের অর্থ কী? - i. সংখ্যার ধারণা খ. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? - iii. ৫০টি গ. 'শাওন' শব্দের প্রতিশব্দ কোনটি? - i. শ্রাবণ


ইংরেজি 🇬🇧

১. Fill in the blanks with appropriate prepositions: a. He died of a fever. b. The cat is sitting on the table. c. She is good at English. d. The boy is afraid of the dark. e. The sun rises in the east.

২. Change the voice: a. A letter is being written by him. b. A cake was made by her. c. By whom was the window broken?

৩. Synonym and Antonym: Synonym: a. beautiful - charming, pretty b. big - large, huge Antonym: c. happy - sad, unhappy d. cheap - expensive, costly

৪. Make sentences: a. At a stretch - He can work for ten hours at a stretch. b. By hook or by crook - He wants to win the competition by hook or by crook. c. To and fro - The pendulum swings to and fro.


গণিত 🧮

১. সরল করুন: (৫ + ৩) × ২ - ৪ ÷ ২ = ৮ × ২ - ২ = ১৬ - ২ = ১৪

২. লাভ-ক্ষতি: ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য = ১২০ টাকা লাভ = ১২০ - ১০০ = ২০ টাকা লাভের শতকরা হার = (২০ / ১০০) × ১০০ = ২০%

৩. ঐকিক নিয়ম: ১০ জন লোক কাজ করে ১৫ দিনে। ১ জন লোক কাজ করবে ১৫ × ১০ = ১৫০ দিনে। ৫ জন লোক কাজ করবে ১৫০ ÷ ৫ = ৩০ দিনে

৪. শতকরা: ধরি, সংখ্যাটি x। x এর ২০% = ৫০ (x * ২০) / ১০০ = ৫০ x = (৫০ * ১০০) / ২০ = ২৫০

৫. সুদকষা: সুদ = (আসল × সুদের হার × সময়) / ১০০ সুদ = (৮০০ × ৫ × ২) / ১০০ = ৮০ টাকা


সাধারণ জ্ঞান ও কম্পিউটার 🖥️

১. সাধারণ জ্ঞান: ক. সোয়াচ অব নো গ্রাউন্ খাদটি কোথায় অবস্থিত? - বঙ্গোপসাগরে। খ. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? - ২৬শে মার্চ। গ. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? - এ. এন. এ. সাহা। ঘ. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? - তাজিংডং (বিজয়)। ঙ. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? - ৩টি (কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি)

২. কম্পিউটার: ক. কম্পিউটারের জনক কে? - চার্লস ব্যাবেজ। খ. CPU এর পূর্ণরূপ কী? - Central Processing Unit। গ. RAM ও ROM এর মধ্যে পার্থক্য কী? - RAM (Random Access Memory) অস্থায়ী মেমরি যা কম্পিউটার বন্ধ হলে ডেটা মুছে যায়, আর ROM (Read-Only Memory) স্থায়ী মেমরি যেখানে ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং শুধুমাত্র পড়া যায়। ঘ. MS Word এ নতুন ফাইল খোলার জন্য কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়? - Ctrl + N। ঙ. ইন্টারনেট কী? - ইন্টারনেট হলো বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল সংযোগ ব্যবস্থা, যা তথ্যের আদান-প্রদান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।












বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Department of Information and Communication Technology office sohayok exam question || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || Department of Information and Communication Technology office support staff exam question

  ভিডিওটি ভালো করে দেখুন  DoICT office support staff exam question 🔥🔥|| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন 🔥|| Departme...